করাচির কারখানায় বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী শহর করাচির একটি বরফ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক ডন।
সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, মঙ্গলবার নয়া করাচির ওই বরফ কারখানায় বিস্ফোরণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কারখানাটির পার্শ্ববর্তী জনবহুল এলাকাগুলো।
ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) মইনউদ্দিন বলেছেন, বরফ ও হিমায়িত পণ্যের গুদামজাতকরণের কারখানায় মঙ্গলবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে সাতজন কাজ করছিলেন বলে জানান তিনি।
বিস্ফোরণে কারখানার দুটি অবকাঠামো ধসে পড়েছে। পাশের বাড়িঘর ছাড়াও কারখানার আরও দুটি ইউনিট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ধ্বংসস্তুপে আরও অনেক চাপা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর কারখানার একটি বৃহৎ অংশ উড়ে আড়াইশো গজ দূরে গিয়ে পড়ে। এতে শিল্প এলাকাটির আরও কিছু কারখানার সঙ্গে ক্ষতি হয় পাশের আবাসিক ভবনগুলোর।
ওই এলাকার পুলিশ বলছে, পরিবারের সঙ্গে ওই কারখানার মালিক এখন কানাডায় বসবাস করছেন। নতুন করাচি শিল্প এলাকার সাবা সিনেমা হলের পাশে সেক্টর ১২-সি এলাকায় মঙ্গলবার এই প্রাণঘাতী বিস্ফোরণটি হয়।
বিস্ফোরণের ঘটনার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন সিন্ধ প্রদেশের শ্রমমন্ত্রী সাইদ ঘানি। শ্রম মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নিরাপত্তা দলকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এএস