বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: গৌতম আদানি

‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে ভারতের সময় লেগেছে ৫৮ বছর। সেই ভারতের অর্থনীতিতে আগামীতে প্রত্যেক ১২ থেকে ১৮ মাসে এক ট্রিলিয়ন ডলার যোগ হবে। আর এর মধ্য দিয়ে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত।’
শনিবার ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য করেছেন এশিয়ার শীর্ষ ধনী ও আদানি গ্রুপের প্রধান নির্বাহী গৌতম আদানি।
এ সময় তিনি বলেন, একের পর এক বৈশ্বিক সংকট বিভিন্ন পূর্বাভাষকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। পশ্চিমা গণতান্ত্রিক নীতি চীনের গ্রহণ করা উচিত। ধর্মনিরপেক্ষ নীতিকে সর্বজনীন রাখা, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ঐক্যবদ্ধ থাকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়াকে সীমিত ভূমিকা পালনে বাধ্য করতে হবে।
তিনি বলেন, বহুমাত্রিক বিভিন্ন সংকট পরাশক্তির এক মেরু বা দ্বিমেরু বিশ্বের মিথ ভেঙে দিয়েছে। যা বৈশ্বিক পরিবেশ স্থিতিশীল রাখতে পারে।
‘আমার মতে— এই উদীয়মান বহুমুখী বিশ্বে পরাশক্তিদের এমন হতে হবে যারা যেকোনও সংকটে পদক্ষেপ গ্রহণ এবং অন্যদের সাহায্য করার দায়িত্ব নেবে। তারা অন্য দেশকে বাধ্য করবে না; যারা মানবতাকে তাদের প্রধান নীতি হিসেবে রাখে।’
তিনি বলেন, ‘যেকোনও পরাশক্তিকে অবশ্যই সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে। তারপরও বিশ্বাস করুন, গণতন্ত্রের অপরিবর্তনশীল কোনো পদ্ধতি নেই।’
আদানি গ্রুপের এই প্রধান বলেন, পুঁজিবাদের শৈলী প্রবৃদ্ধির জন্য প্রবৃদ্ধিকে পরিচালনা করে এবং সমাজের সামাজিক কাঠামোকে উপেক্ষা করে। এর ফলে তা সর্বকালের সর্ববৃহৎ ধাক্কার মুখোমুখি হয়।
৬০ বছর বয়সী আদানি বলেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির শক্তি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এবং দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় কিছু কাঠামোগত সংস্কার শুরু করার ক্ষমতাও সংখ্যাগরিষ্ঠ সরকারের রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের জিডিপির প্রথম ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে ৫৮ বছর লেগেছে। পরবর্তী ট্রিলিয়ন পেতে ১২ বছর এবং তৃতীয় ট্রিলিয়নের জন্য মাত্র পাঁচ বছর সময়ের দরকার হয়েছে।’
‘সরকার যে গতিতে একযোগে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের বিশাল কার্যক্রম বাস্তবায়ন করছে, তার পরিপ্রেক্ষিতে আমি আশা করছি পরবর্তী দশকের প্রতি ১২ থেকে ১৮ মাসে ভারতের জিডিপিতে এক ট্রিলিয়ন ডলার যোগ হতে শুরু করবে। যার ফলে আগামী ২০৫০ সালের মধ্যে আমাদের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন ডলারে পরিণত হবে। একই সঙ্গে ভারতের স্টক মার্কেটে মূলধন সম্ভবত ৪৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’
বর্তমানে সাড়ে ৩ ট্রিলিয়ন ডলারের মোট দেশজ প্রবৃদ্ধি (জিডিপি) নিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের। সেই তুলনায় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতির আকার ২৩ ট্রিলিয়ন ডলারের; যার স্টক মার্কেটের মূলধন ৪৫ থেকে ৫০ ট্রিলিয়ন ডলার।
গৌতম আদানি বলেন, ২০৩০ সালের আগেই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং তারপর ২০৫০ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হব।
সূত্র: পিটিআই।
এসএস