ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদন আগামী সপ্তাহে

জরুরি ব্যবহারের জন্য আগামী সপ্তাহেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার অনুমোদন দিতে পারে ভারত সরকার। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ডের টিকার অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষ। ভারতে ওই টিকার প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের কাছেও অতিরিক্ত কিছু তথ্য চাওয়া হয়েছিল।
সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার পর সেই তথ্য জমা দিয়েছে সংস্থাটি। সিরাম ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) প্রাথমিকভাবে সন্তুষ্ট।
সরকার সবুজ সংকেত দিলে প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন মিলবে ভারতে। কারণ, ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা এখনও এর কার্যকারিতা ও পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল যাচাই করছেন।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে মহামারি কোভিড-১৯ এর এই টিকা তৈরি করেছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সেই টিকা ভারতে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে ভারতে মোট তিনটি সংস্থা— সিরাম ইনস্টিটিউট, ফাইজার-বায়োএনটেক ও ভারত বায়োটেক তাদের কোভিড-১৯ টিকা ভারতে মানবদেহে প্রয়োগের অনুমোদন চেয়ে আবেদন করেছিল।
আবেদন পর্যালোচনা করে পরীক্ষামূলক প্রয়োগের আরও বিস্তারিত তথ্য চেয়ে পাঠায় ভারতে টিকার অনুমোদনকারী সংস্থা সিডিএসসিও। তবে অক্সফোর্ড বাদে বাকি দুই সংস্থা এখনও অতিরিক্ত তথ্য জমা দেয়নি।
এএস