সাবেক প্রেমিকার হবু বরের বাসায় আগুন ধরিয়ে দিলেন প্রেমিক, পরে জেল

সিঙ্গাপুরে সাবেক প্রেমিকার বিয়ের আগ মুহূর্তে তার হবু বরের ফ্ল্যাটের সামনে অগ্নিসংযোগের অভিযোগে ভারতীয়-বংশোদ্ভূত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত ৩০ বছর বয়সী ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
সিঙ্গাপুরের স্থানীয় দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস বলছে, সুরেনথিরন সুগুমারান নামের ওই যুবককে চলতি বছরের অক্টোবরে দোষী সাব্যস্ত করে সিঙ্গাপুরের একটি আদালত। আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিতে সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সাবেক প্রেমিকার হবু বরের বাসার সামনে আগুন ধরিয়ে দেন বলে জানান তিনি।
বিয়ে করতে যাচ্ছেন জানার পর ক্ষোভ এবং ঈর্ষার বশে সাবেক প্রেমিকার হবু বরের সরকারি বাসার বাইরে আগুন ধরিয়ে দিয়েছিলেন সুরেনথিরন।
গত ১১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সুরেনথিরন জানতে পারেন, তার সাবেক প্রেমিকা মোহাম্মদ আজলি মোহাম্মদ সালেহ নামের একজনের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। এটি জানার পর ক্ষোভে ফেটে পড়েন তিনি। পরে সাবেক প্রেমিকার হবু বরের ফ্ল্যাটের সামনের দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ের অনুষ্ঠানের আগ মুহূর্তে তিনি এই কাণ্ড করেন।
ঘটনার দিন ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় যাতে শনাক্ত করা না যায়, সেজন্য একটি কালো হুডি পরে মুখ ঢেকে প্রেমিকার হবু বরের বাসায় পৌঁছান সুরেনথিরন। লিফট ব্যবহার করে প্রথমে ১২ তলায়, পরে সেখান থেকে সিঁড়ি ব্যবহার করে ১৩ তলার যে ফ্ল্যাটে প্রেমিকার হবু বর থাকেন সেখানে যান তিনি।
সিঙ্গাপুরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ভারত এস. পাঞ্জাবি গত অক্টোবরে বলেছিলেন, সুগুমারান সিসিটিভি এড়াতে এই পথ বেছে নেন। বিয়ের দিন সকাল ৮ টা ২২ মিনিটে আজলি তার ফ্ল্যাটের দরজা খোলেন এবং বাসার সামনের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে কয়েকটি জুতা পুড়ে যেতে দেখে পুলিশকে ফোন করেন তিনি।
শুক্রবার সিঙ্গাপুরের জেলা ইউজিন তিও সাজা ঘোষণার সময় বলেছেন, এই ধরনের অপরাধ ফ্ল্যাটের বাসিন্দাদের জন্য খুবই বিপজ্জনক। পরে ভারতীয় বংশোদ্ভূত এই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সিঙ্গাপুরের স্থানীয় আইনে, জেনেশুনে অগ্নিকাণ্ড বা কারও সম্পত্তির ক্ষতি করার অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানার বিধান রয়েছে।
এসএস