বিস্ত কী, মেসিকে কেন পরালেন কাতারের আমির?

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিওনেল মেসিকে ঐতিহ্যবাহী আরব পোশাক ‘বিস্ত’ পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রোববার রাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়ার আগে মেসিকে পোশাকটি পরান তিনি।
আরবের ঐতিহ্যবাহী এই পোশাক নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আলোচনা করছেন। অনেকেই এই পোশাকের বিশেষত্ব জানার আগ্রহ প্রকাশ করেছেন।
বিস্ত কী?
বিস্ত হালকা ধাঁচের দীর্ঘ একটি পোশাক। সোনার প্রলেপ দিয়ে তৈরি এই পোশাক আরবদের ঐতিহ্যবাহী সাদা জুব্বার ওপর পরা হয়। সাধারণত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বিস্ত তুলনামূলক বেশি পরিধান করা হয়। আর এটি এমন একটি পোশাক যা কয়েক শতাব্দী ধরে বিশেষ অনুষ্ঠানের সময় পরে আসছেন আরবরা।
কাউকে শ্রদ্ধা বা সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই পোশাক উপহার দেওয়া হয়। সাধারণত উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী রাজনীতিক, শেখ এবং অন্যান্য উচ্চ-মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি শীর্ষ কর্মকর্তারা এটি পরেন।
বিস্তের বিশেষত্ব কী?
এক্সেতার ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোস্তফা বেগ সংবাদ সংস্থা ডিপিএকে বলেছেন, বিস্ত হল এমন এক ধরনের আনুষ্ঠানিক পোশাক যা রাজপরিবারের সদস্য, বিশিষ্ট বিভিন্ন ব্যক্তি, বিয়ের দিনে বর এবং স্নাতক অনুষ্ঠানে ডিগ্রিধারী ছাত্ররা পরেন।
তিনি বলেন, ‘আসলে বাছাই করা অল্প কিছু মানুষই কেবল বিস্ত পরে থাকেন। তারা মূলত মেসিকে বিস্ত পরিয়ে সম্মানিত করেছেন। এটা অনেকটা সম্মান প্রদর্শনের মতো। সাংস্কৃতিক দিক থেকে স্বাগত জানানো এবং তা গ্রহণ করা।’
মোস্তফা বেগ বলেছেন, বিস্ত কাতারের জাতীয় পোশাকেরও প্রতিনিধিত্ব করে। তবে তা কেবল গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। আর ফুটবল বিশ্বকাপ একটি শীর্ষ অনুষ্ঠান। আমার মতে মেসিকে সম্মান জানানোর জন্য সম্ভবত এর চেয়ে বড় কোনও উপলক্ষ আর নেই। যে কারণে তারা তাকে সম্মান জানানোর এই সুযোগটি গ্রহণ করেছেন।
বিশ্বকাপের মতো বিশাল এক আসরের এই ঘটনাকে ‘স্থানীয় সংস্কৃতির সঙ্গে মেসির আলিঙ্গন’ হিসাবে দেখেছেন মোস্তফা বেগ। কাতার মেসিকে বিস্ত উপহারের মাধ্যমে দুর্দান্ত এক কাজ করেছে; যা তাদের স্মার্ট চিন্তার বহিঃপ্রকাশ, যোগ করেন তিনি।
যা বলছেন আয়োজকরা
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির মহাসচিব হাসান আল-থাওয়াদি বলেছেন, সরকারি অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট একটি পোশাক বিস্ত। বিভিন্ন ধরনের উদযাপন অনুষ্ঠানে এই পোশাক পরিধান করা হয়। এটি ছিল মেসির উদযাপন।
‘বিশ্বকাপে আমাদের আরব ও মুসলিম সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছিল। এটা কেবল কাতার সম্পর্কিত নয়, বরং আঞ্চলিক এক উদযাপনও।’
সূত্র: আল জাজিরা।
এসএস