কত দিয়ে কেনা যাবে উইকিপিডিয়া? যা বললেন মালিক জিমি ওয়েলস

চলতি বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি টাকা (৪৪ বিলিয়ন ডলার) দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের সাংবাদিক জন লেভিন গত ৮ ডিসেম্বর মজার ছলে ইলন মাস্ককে ট্যাগ করে একটি টুইট করেছিলেন। টুইটে মাস্ককে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘আমি ভাবছি কত দিয়ে কেনা যাবে উইকিপিডিয়া’।
সাংবাদিক জন লেভিনের করা সেই টুইটটি নজরে আসে উইকিপিডিয়ার মালিক জিমি ওয়েলসের। তিনি পাল্টা টুইট করে সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘উইকিপিডিয়া বিক্রির জন্য না।’ মানে এর মালিকানা বিক্রি করবেন না তিনি।
এদিকে উইকিপিডিয়ার মালিক জিমি ওয়েলস এবং টুইটারের মালিক ইলন মাস্কের মধ্যে সম্পর্কটা খুব বেশি ভালো নয়। উইকিপিডিয়ায় যে কেউ তথ্য সংযোজন এবং সংশোধন করতে পারেন। এছাড়া এখান থেকে বিনামূল্যে তথ্য পাওয়া যায়। এ বিষয়টি নিয়ে মাস্ক প্রায়ই কথা বলেছেন। এছাড়া উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফোর্বসের তথ্য মতে, জিমি ওয়েলস বিশ্বব্যাপী উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন। যদিও জিমি দাবি করে থাকেন উইকিপিডিয়ার একমাত্র প্রতিষ্ঠাতা তিনিই।
এমটিআই