কাতারে বিনামূল্যের করোনা টিকার প্রয়োগ শুরু

ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম চালান পৌঁছানোর একদিন পর দেশজুড়ে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু করেছে কাতার। মঙ্গলবার থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনা টিকাদান শুরু হয়েছে।
দেশটির সরকার বলছে, করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে ৭০ বছর বয়সী এবং তার চেয়ে বেশি বয়স্করা অগ্রাধিকার পাবেন। এছাড়াও কোভিড-১৯ এর পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতায় গুরুতর অসুস্থ রোগী এবং চিকিৎসার প্রয়োজনে যেসব স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক কোভিড আক্রান্ত রোগীদের পাশে থাকেন; তারাও এই অগ্রাধিকারের তালিকায় থাকবেন।
মঙ্গলবার দেশটির প্রথম নাগরিক হিসেবে টিকা নিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের ৭৯ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল কুবাইসি। প্রথম ধাপে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
দেশটির সরকার বলছে, ২০২১ সাল শেষ হওয়ার আগেই দেশের সব নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ফাইজার-বায়োএনটেকের পাশাপাশি মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার জন্য প্রয়োজনীয় চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
আলজাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভিদ বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তারা আমাদের নিশ্চিত করেছেন, দেশের সকল নাগরিককে টিকার আওতায় আনতে যে পরিমাণ টিকার প্রয়োজন, তার যোগান নিশ্চিত করতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে’।
বর্তমানে বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত। তবে ব্যাপকমাত্রায় কোভিড পরীক্ষার মাধ্যমে কাতার শুরু থেকেই আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার কাতারে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। এছাড়া দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৪৮ এবং মারা গেছেন ২৪৩ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ মানুষের কোভিড পরীক্ষা শুরু করেছে কাতার সরকার; যা দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
সূত্র: আলজাজিরা।
এসএমডব্লিউ/এসএস