জম্মু-কাশ্মিরের নির্বাচনে মোদিবিরোধী জোটের জয়

ভারতশাসিত জম্মু-কাশ্মিরের সদ্য শেষ হওয়া জেলা উন্নয়ন পরিষদ (ডিডিসি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিবিরোধী (বিজেপি) জোট দ্য পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন (পিএজিডি) জোট। গত বছরের আগস্টে বিতর্কিত এই অঞ্চলের আধা-স্বায়ত্বশাসন সংক্রান্ত দেশটির সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিলের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে মোদিবিরোধী জোট এই জয় পেয়েছে।
২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মিরের ‘বিশেষ মর্যাদা বাতিল করে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। সংবিধান সংশোধনের পর এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে। আট ধাপের এই ডিডিসি নির্বাচন শুরু হয় গত ২৮ নভেম্বর, শেষ হয় ১৯ ডিসেম্বর।
এই নির্বাচন ঘিরে কাশ্মিরের সাতটি রাজনৈতিক দল পিএজিডি জোট গঠন করে। জোটের নেতৃত্বে রয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। তার একসময়কার প্রতিদ্বন্দ্বী মেহবুবা মুফতি নেতৃত্বাধীন রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টিও (পিডিপি) এই জোটে রয়েছে।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জম্মু-কাশ্মিরের মোট ২৮০টি আসনের মধ্যে পিএজিডি ১১২টি, বিজেপি ৭৪টি এবং কংগ্রেস ২৬টিতে জয়ী হয়েছে। বাকি আসনে স্বতন্ত্র এবং অন্যান্য পার্টির প্রার্থীরা জয় পেয়েছেন; যাদের একটি বড় অংশ কংগ্রেস কিংবা পিএজিডি-ভূক্ত দল পিডিপিতে অন্তর্ভূক্ত হবেন বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।
কাশ্মিরে পিএজিডি ৭২টি এবং বিজেপি ৩টি আসনে জয়ী হয়েছে। তবে জম্মুতে বিজেপি জয় পেয়েছে ৭১টি আসনে, বাকি আসনে পিএজিডি জোট এবং কংগ্রেস প্রার্থীরা জয় পেয়েছেন। এই অঞ্চলের কয়েকটি আসনের ফলাফল আরও পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
ডিডিসি নির্বাচনে জম্মু-কাশ্মিরের ২০টি জেলার ৬০ লাখ ভোটারের মধ্যে ৫১ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনকে জম্মু-কাশ্মিরের গণতন্ত্রের সবচেয়ে ‘বড় উৎসব’ বলে উল্লেখ করেছে ভারতের নির্বাচন কমিশন।
এদিকে, প্রথমবারের মতো কাশ্মির উপত্যকার ৩টি আসনে জয় পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপি। ভোটের ফল প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এক টুইট বার্তায় বলেছেন, ‘অবশেষে কাশ্মির উপত্যকায় পদ্মফুল ফুটলো’।
তিনি বলেন, ‘এই নির্বাচনে বিজেপি সাড়ে চার লাখ ভোট পেয়েছে। একক পার্টি হিসেবে ভোটপ্রাপ্তির দিক থেকে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছি আমরা। বিজেপি এখন সেখানে দ্বিতীয় বৃহত্তম দল। এই নির্বাচনে ভোট দেয়ার মাধ্যমে জম্মু-কাশ্মিরের জনগণ সেখানকার সন্ত্রাসবাদী, মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের চপেটাঘাত করেছে’।
তার এই টুইটের জবাবে পাল্টা টুইট করেছেন জম্মু-কাশ্মিরের ‘সাংবিধানিক বিশেষ মর্যাদা’ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা পিএজিডি জোটের শীর্ষ নেতা ওমর আব্দুল্লাহ।
টুইটে তিনি বলেছেন, ‘উপত্যকায় ৩টি আসন জয়ে বিজেপি’র যে উচ্ছ্বাস তা অনুভব করতে পারছি। কিন্তু জম্মুতে পিএজিডি যে ৩৫টি আসনে জয়ী হয়েছে, তাকে কেন বিজেপি খাটো করে দেখছে বুঝতে পারছি না। আমরা তো শুধু কাশ্মিরভিত্তিক রাজনৈতিক জোট নই; জম্মু এবং কাশ্মির— দুই অঞ্চলেই আমাদের দৃঢ় সমর্থন রয়েছে’।
সূত্র: আলজাজিরা, এনডিটিভি।
এসএমডব্লিউ/এসএস