যেভাবে নতুন বছরকে বরণ করলো বিশ্ব

আতশবাজি, উল্লাস-উদ্দীপনা নিয়ে নতুন বছর ২০২৩ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি সবার আগে নতুন বছরকে স্বাগত জানায়।
এর এক ঘণ্টা পর ২০২৩ সালে পা দেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর একে একে ২০২৩ সালকে বরণ করে নেয় ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ মধ্যরাতে বিখ্যাত স্থানগুলোতে জড়ো হন। ছবিতে দেখে নিন বিশ্ববাসীর নতুন বছর উদযাপন—
এশিয়ার দেশ থাইল্যান্ডের ব্যাংককের ওয়াট অরুন বৌদ্ধ মন্দির আলোকিত হয় আতশবাজির আলোয়
আকাশে বেলুন উড়িয়ে নতুন বছর বরণ করছেন চীনের মানুষ
অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউজ, হার্বার ব্রিজে চলে চোখ ধাঁধাঁনো আতশবাজির প্রদর্শন
নতুন বছরে ফ্রান্সের পতাকার রঙে রাঙানো হয় প্যারিসের আর্ক দে ত্রিয়োম্পে
সূত্র: বিবিসি
এমটিআই