শাবককে মা ভাল্লুকের আদর করার ভিডিও ভাইরাল

মায়ের ভালোবাসার কোনো সীমা নেই। মা ও সন্তানের ভালোবাসা পুরোটাই তৈরি আবেগ এবং অটুট বন্ধনের ওপর। তবে এ ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। পশু-পাখির মধ্যেও এটি বিদ্যমান। যা প্রায়ই দেখা যায়।
এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি শাবক ও মা ভাল্লুকের ভিডিও। সেখানে দেখা যায় শাবককে বরফের মধ্যে আদর করছে একটি পোলার মা ভাল্লুক।
মা ভাল্লুক ও শাবকের ভিডিওটি প্রকাশ করা হয় বুইটেনগেবাইডেন নামক একটি টুইটার অ্যাকাউন্টে। ভিডিওটির শিরোনামে লেখা হয়— ‘মাম্মি এবং তার শাবক…।’
— Buitengebieden (@buitengebieden) January 1, 2023
ভিডিওতে দেখা যায় শাবককে বরফের ওপর শুয়ে আদর করছে তার মা। শাবকটি মায়ের ওপর দিয়ে ছোটাছুটি করছে। মা ভাল্লুকটিও শাবকের সঙ্গে মুহূর্তটি বেশ উপভোগ করছিল।
টুইটারে এ ভিডিওটি এখন পর্যন্ত ৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এছাড়া মন্তব্য করেছেন কয়েক হাজার মানুষ। ভাল্লুক ও শাবকের মধ্যকার এ ভালোবাসা ছুঁয়েছে নেটিজেনদেরও। একজন লিখেছেন, ‘দারুণ।’ আরেকজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণীও ভালোবাসার নির্মলতা প্রকাশ করতে পারে।’
সূত্র: এনডিটিভি
এমটিআই