কলকাতা বইমেলায় এবার থিম কান্ট্রি স্পেন 

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি ২০২৩, ১১:০১ এএম


কলকাতা বইমেলায় এবার থিম কান্ট্রি স্পেন 

কলকাতা বইমেলায় গতবার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। আর এবার থিম কান্ট্রি হচ্ছে স্পেন।  

স্পেনের প্রথম সারির ২৫ জন লেখককে এবার কলকাতা বইমেলায় নিয়ে যাওয়া হবে। পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের পৃথক উৎসবও হবে কলকাতায়, ২৯-৩১ জানুয়ারি। এই তিন দিনে মোট ছ’টি স্প্যানিশ সিনেমা দেখানো হবে।  

এ বার বইমেলায় খ্রিষ্টীয় সপ্তম শতকের গুপ্ত ব্রাহ্মী লিপি থেকে সংস্কৃত, আরবি, ফারসিতে লেখা প্রাচীন পুঁথির স্লাইড দেখাবে এশিয়াটিক সোসাইটি। মূল পাণ্ডুলিপি অবশ্য নিরাপত্তার কারণে মেলার মাঠে আনা হবে না।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের চুক্তিপত্র অনুযায়ী রবীন্দ্র সাহিত্যের পূর্ণাঙ্গ স্প্যানিশ অনুবাদ থাকছে বইমেলায়, স্পেনের প্যাভিলিয়নে। 

এবারের মেলাতেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই প্রকাশিত হবে। এছাড়া তার একটি বইয়ের ইংরেজি অনুবাদও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এনএফ

Link copied