ম্যানাফোর্টসহ আরও ২৬ জনকে ট্রাম্পের ‘ক্ষমা’

হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে প্রেসিডেন্টের ক্ষমতাবলে ডজন ডজন অপরাধীকে ক্ষমা করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ১৫ জনের পর বুধবার ২৬ জনকে ক্ষমা করে দিয়েছেন তিনি।
বুধবার ট্রাম্প যে ২৬ জনের সাজা মওকুফ করেছেন এর মধ্যে রয়েছেন তার দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন এবং চার্লস কুশনার। রজার স্টোন ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। চার্লস কুশনার হলেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের বাবা।
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য ঘনিষ্ঠ আঁতাতের কারণে সাজাপ্রাপ্ত ট্রাম্পের নির্বাচনী শিবিরের তৎকালীন প্রধান পল ম্যানাফোর্ট রয়েছেন এই তালিকায়।
বুধবার ট্রাম্প যে ২৬ জনের সাজা মওকুফ করেছেন এর মধ্যে আরও রয়েছেন তার দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন এবং চার্লস কুশনার। চার্লস কুশনার হলেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের বাবা।
রজার স্টোন ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। রুশ আঁতাতের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত স্টোনের সাজা এর আগে কমিয়ে দিয়েছিলেন প্রেসিডেডেন্ট ট্রাম্প। এবার তার সাজা একেবারে মওকুফ করে দেওয়া হলো।
এর আগে গত মঙ্গলবার ট্রাম্প তার নির্বাচনী প্রচার শিবিরের সাবেক দুই উপদেষ্টাসহ মোট ১৫ জনকে ক্ষমা করে দেন।
প্রেসিডেন্টের ক্ষমতাবলে বুধবার ট্রাম্প মোট ২৯ জনকে ক্ষমা করে দিয়েছেন। এর মধ্যে ২৬ জনের সাজা পুরোপুরি মওকুফ করে দেওয়া হয়েছে। আর সাজার মেয়াদ কমানো হয়েছে বাকি তিনজনের।
এর আগে গত মঙ্গলবার ট্রাম্প তার নির্বাচনী প্রচার শিবিরের সাবেক উপদেষ্টা জর্জ পাপাডোপোলাস ও অ্যাটর্নি অ্যালেক্স ভ্যান ডার জোয়ানের পাশাপাশি সাবেক দুই রিপাবলিকান আইনপ্রণেতাকেও ক্ষমা করে দেন।
বিবিসি লিখেছে, বিদায়ের আগে সাধারণত কিছু অপরাধীকে ক্ষমা করে দেন প্রেসিডেন্টরা। কিন্ত আধুনিক আমেরিকার ইতিহাসে জর্জ এইচ ডব্লিউ বুশ ছাড়া ট্রাম্পের মতো এত ক্ষমা কোনো প্রেসিডেন্ট করেননি।
এএস