২৪ বছর একই থালায় খাবার খেয়েছেন মা, কেন? মৃত্যুর পর জানলেন ছেলে

সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে প্রকৃতিতে, বদলায়নি কেবল মায়েদের প্রকৃতি। আর সে কারণেই হয়তো বিশ্বের যে কোনো সংস্কৃতিতেই মায়েদের অভ্যাসগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল।
সাধারণ একটি থালা থেকে তেমনই এক গল্পের সন্ধান মিলেছে ভারতে। এখানেরও মূল চরিত্র সেই মা। এই মা গত ২৪ বছর ধরে একই থালায় খাবার খেয়ে গেছেন। আপাতদৃষ্টিতে এ থালাটি মোটেও অসাধারণ কোনো থালা ছিল না। তবে যেহেতু তিনি মা, সাধারণ এই থালাটিকেই তিনি বানিয়ে ফেললেন অসাধারণ এক থালায়।
২৪ বছর ধরে ব্যবহারের কারণে থালাটির কয়েক জায়গায় টোল পড়েছে, মলিনও হয়েছে একেবারে। কিন্তু তারপরও মৃত্যুর আগ পর্যন্ত এই থালা তিনি ছাড়েননি, ব্যবহার করেই গেছেন।
• আরও পড়ুন : রাস্তায় যানজট তাই মেট্রোয় চেপে বিয়ের আসরে কনে
তবে ২৪ বছর ধরে একই থালা তিনি কেন ব্যবহার করে গেলেন। মৃত্যুর আগে সে প্রশ্ন করা হয়নি মাকে, তবে ছেলে সে কারণ জানলেন মায়ের মৃত্যুর পর।
— Vikram S Buddhanesan (@vsb_dentist) January 19, 2023
টুইটারে সে গল্পই তুলে ধরেছেন তিনি। থালাটির একটি ছবি দিয়ে তিনি লিখেছেন- এটা আমার আম্মার থালা। এই থালাতে গত দু’দশক ধরে খেতে দেখেছি মাকে। মা একমাত্র আমাকে আর আমার ভাগ্নিকেই এই থালায় খাবার খাওয়ার অনুমতি দিয়েছিল। আজ মায়ের মৃত্যুর পর জানলাম। আমার বোন আমাকে বলল, এই থালাটি আমি পুরস্কার পেয়েছিলাম।
• আরও পড়ুন : বিশ্বের নতুন সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া, কখনো যাননি হাসপাতালে
টুইটে তিনি আরও লিখেছেন- ১৯৯৯ সালে তিনি যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, তখনই থালাটি পুরস্কার পেয়েছিলেন। তারপর থেকে গত ২৪ বছর ধরে আমার পুরস্কার পাওয়া এই থালায় তিনি খাবার খেয়েছেন। কী অদ্ভূত সুন্দর! অথচ আমাকে কখনও বলেনি।
এনএফ