ফ্রান্স-জার্মানি সম্পর্কে নতুন দিনের আশা 

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ এএম


ফ্রান্স-জার্মানি সম্পর্কে নতুন দিনের আশা 

ফ্রাঙ্কো-জার্মান সহযোগিতার ৬০ বছর উদযাপন করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রোববার প্যারিস সফর করেছেন। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উদযাপনের অংশ হিসেবে দুপুরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাক্ষাৎ হয়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে শোলজের ব্যক্তিগত সম্পর্ক উষ্ণ নয়। বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ডিজিএপি) গবেষক জ্যাকব রস বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের চেয়েও অনেক বেশি কাঠামোগত সমস্যা রয়েছে।’ 

জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেস্তাগ-এর প্রেসিডেন্ট বায়েরবেল বাস এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উভয়  দেশই সচেতন যে তারা ইউরোপের চালিকাশক্তি।’

তিনি আরও বলেন, রোববারের এ উদযাপনের ফলে ফরাসি-জার্মান সম্পর্ক নতুন গতি পাবে বলে আমি অত্যন্ত আশাবাদী। 

এনএফ

Link copied