চীনের অর্ধেকের বেশি মানুষ স্থুলকায়

চীনের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেকেরও বেশি অতিরিক্ত শারিরীক ওজন বা স্থুলতায় ভুগছেন। চীনের ‘ন্যাশনাল হেলথ কমিশন’ এ প্রসঙ্গে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বর্তমান চীনে পঞ্চাশ কোটির বেশি মানুষ অতিরিক্ত শারীরিক ওজন নিয়ে চলাচল করছেন।
২০০২ সালে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে এই হার ছিল ২৯ শতাংশ। এরপর থেকেই প্রতিবছর তা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে চীনের সরকারি ওই প্রতিবেদনে।
ক্রমবর্ধমান এই স্থুলতা সমস্যা মোকাবিলায় খুব দ্রুত পরিকল্পনা নেওয়া হবে বলে চলতি বছরের অক্টোবরে ঘোষণা দিয়েছিল চীনের সরকার।
গত কয়েক দশকে চীনের ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ফলে সেখানকার জনগণের জীবনযাপন ধারা বা জীবনচর্যা, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শরীরচর্চার ক্ষেত্রে যে বড় পরিবর্তন এসেছে, জনস্বাস্থ্য বিষয়ক সাম্প্রতিক উদ্ভুত এই সমস্যার জন্য তাকেই দায়ী করেছেন দেশটির বিশেষজ্ঞরা।
হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় অতিরিক্ত শারীরিক ওজন বা স্থুলতা।
দেশে ক্রমবর্ধমান এই স্থুলতা সমস্যা মোকাবিলায় খুব দ্রুত পরিকল্পনা নেওয়া হবে বলে চলতি বছরের অক্টোবরে ঘোষণা দিয়েছিল চীনের সরকার।
হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় অতিরিক্ত শারীরিক ওজন বা স্থুলতা।
কোভিড-১৯ রোগের সংক্রমণে স্থুলকায় মানুষদের শারীরিক অসুস্থতা অন্যদের তুলনায় গুরুতর রূপ নেয়।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মহামারি কোভিড-১৯ রোগের সংক্রমণে স্থুলকায় মানুষদের শারীরিক অসুস্থতা অন্যদের তুলনায় গুরুতর রূপ নেয়, মৃত্যুহারের দিক থেকেও এগিয়ে আছেন তারা।
বুধবার প্রকাশিত ন্যাশনাল হেলথ কমিশনের প্রতিবেদ অনুযায়ী, অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করছেন দেশের এমন ৫০ শতাংশের বেশি মানুষের মধ্যে অতিমাত্রায় স্থুলতা বা ওবেসিটিতে ভুগছেন ১৬ দশমিক ৪ শতাংশ।
দৈনন্দিন খাদ্যাভ্যাসে মাংসের উপস্থিতি বেড়ে যাওয়া এবং ফল ও শাকসবজি কমে যাওয়াকেও দায়ী করা হয়েছে প্রতিবেদনে
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শরীরচর্চার অভ্যাস থেকে ক্রমান্বয়ে সরে যাওয়ার কারণেই মেদবহুল হয়ে পড়ছেন চীনের জনগণ। সপ্তাহে অন্তত একদিন শরীরচর্চা করেন— এমন জনসমষ্টির হার বর্তমানে চীনের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার চারভাগের একভাগেরও কম।
এছাড়া সাধারণ দৈনন্দিন খাদ্যাভ্যাসে মাংসের উপস্থিতি বেড়ে যাওয়া এবং ফল ও শাকসবজি কমে যাওয়াকেও দায়ী করা হয়েছে প্রতিবেদনে।
১৯৭৫ সালের তুলনায় বর্তমানে বিশ্বের উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশগুলোতে অতিরিক্ত ওজন বা স্থুলতার প্রবণতা বেড়েছে তিনগুন।
চীনের হারবিন শহরের পুষ্টিবিদ ওয়াং ড্যান এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সংবাদ সংস্থা এফপিকে বলেন, ‘বর্তমান চীনের বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষ শরীরচর্চা করেন খুব কম, অতিরিক্ত মানসিক চাপে থাকেন এবং তাদের কাজের সময়সূচিও অস্বাস্থ্যকর’।
তবে শুধু চীনের মানুষরাই যে অতিরিক্ত শারীরিক ওজনে ভুগছেন তা নয়। চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৯৭৫ সালের তুলনায় বর্তমানে বিশ্বের উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশগুলোতে অতিরিক্ত ওজন বা স্থুলতার প্রবণতা বেড়েছে তিনগুন।
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ/এএস