প্রেমিক পালিয়েছে খুঁজে দিন, তরুণীকে পুলিশ বলল যেতে দিন

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৪ পিএম


প্রেমিক পালিয়েছে খুঁজে দিন, তরুণীকে পুলিশ বলল যেতে দিন

ছয় বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে চলে গেছেন প্রেমিক। পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে, সেই প্রেমিককে খুঁজে দেওয়ার আকুতি জানান প্রেমিকা। কিন্তু পুলিশ কর্মকর্তা, ওই তরুণীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, তাকে খুঁজে পাওয়াটা কি জরুরি? বরং যে চলে গেছে, তাকে যেতে দিন।

আর এই ঘটনা চীনের ঝেঝিয়াং প্রদেশে। ওই তরুণীর সাথে কথোপকথনের একটি অডিও ও ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পুলিশ। আর তা মুহূর্তের মধ্য ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর সাথে ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল এক তরুণের। কিন্তু সেই সম্পর্ক আচমকাই ভেঙে দেন তার প্রেমিক। পরে প্রেমিকের কোনও সাড়া না পেয়ে ভেঙে পড়েন তরুণী। পুলিশকে ফোন করে প্রেমিককে খুঁজে পাওয়ার আকুতি জানান তিনি। তার কথা শুনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা যে জবাব দিয়েছেন তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তরুণীর কাছ থেকে সহায়তার আকুতি পাওয়ার পর পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি? পুলিশ সদস্যদের এমন প্রশ্নে আবারও কাঁদতে শুরু করেন ওই তরুণী। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এ রকম আচরণ করল! সেটাই জানতে হবে আমাকে।’

টেলিফোনে তরুণীকে পুলিশ কর্মকর্তা প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনও খারাপ আচরণ করে থাকে, তারপরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তার চেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন। এটা ভাবুন যে, আপনার ভালোর জন্যই এই ঘটনা ঘটেছে।’

‘নিজেকে হতভাগা মনে করবেন না। এর বদলে নিজেকে ভাগ্যবতী মনে করুন। এটি বিকল্প কোনও দৃশ্যের চেয়ে ভালো হয়েছে। কারণ আপনাকে বিয়ে করার পরে তার আসল রূপ প্রকাশ পেতো।’

চীনের শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন বাইডুতে সর্বাধিক সার্চ করা সংবাদে পরিণত হয়েছে পুলিশ কর্মকর্তার ওই পরামর্শকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন। চীনা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও এই খবরটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। টিকটকে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে এক কোটিবার দেখা হয়েছে।

অনলাইনে একজন এই সংবাদের নিচে লিখেছেন, ওই পুলিশ কর্মকর্তা বেশ মিষ্টি। পুলিশ কর্মকর্তা যা বলেছেন তা অত্যন্ত বাস্তবসম্মত। আপনি যদি সুখী জীবন পেতে চান তবে সময়মতো ক্ষতি কাটিয়ে ওঠাটা বেশ গুরুত্বপূর্ণ।

এসএস

Link copied