ভূমিকম্পে তুরস্কে ৫৬০৬ বাড়ি ধ্বংস

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২২ এএম


ভূমিকম্পে তুরস্কে ৫৬০৬ বাড়ি ধ্বংস

ভূমিকম্পে তুরস্কে ৫ হাজার ৬০৬টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)।

কর্তৃপক্ষের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এছাড়া তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলো থেকে ৬ হাজার ৪৪৫ জনকে জীবিত উদ্ধার করার কথাও জানিয়েছে এএফএডি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এ রিপোর্ট লেখার সময় ভূমিকম্পে ২ হাজার ৭২৪ জনের প্রাণহানির খবর জানিয়েছে সিএনএন। এছাড়া প্রাণহানির ঘটনায় তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

জেডএস

টাইমলাইন

Link copied