ভূমিকম্পে প্রাণ গেল ৫৫ ফিলিস্তিনি শরণার্থীর

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ এএম


ভূমিকম্পে প্রাণ গেল ৫৫ ফিলিস্তিনি শরণার্থীর

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যেই তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। এখনো হাজারো মানুষ ধ্বংসস্তুপের ভেতরে আটকা আছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে ৫৫ ফিলিস্তিনি শরণার্থীর মৃত্যু হয়েছে।

তুরস্কে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মুস্তাফা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরও ২৩ ফিলিস্তিনি শরণার্থী নিহত হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে।

টেলিফোনে ওয়াফাকে (পালেস্টিনিয়ান নিউজ অ্যান্ড ইনফরমেশন এসেন্সি) এ তথ্য নিশ্চিত করেন ফায়েদ মুস্তাফা।

এর মধ্যে লাতাকিয়ার রামল শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩টি, জাবেলে পাঁচটি, আলেপ্পোতে তিনটি ও সিরিয়ার জিন্দিরেস শহর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভয়ঙ্কর ভূমিকম্পে তিনটি ফিলিস্তিনি শরণার্থী শিবির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে লাতাকিয়ার রামল শরণার্থী শিবির, নিরাব ক্যাম্প ও আলেপ্পোর হান্দ্রাত।

তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। 

ওএফ

টাইমলাইন

Link copied