তুরস্কের পাশে দাঁড়াতে বেতনের অর্থ দিচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৪ পিএম


তুরস্কের পাশে দাঁড়াতে বেতনের অর্থ দিচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কের পাছে দাঁড়িয়েছে বহু দেশ। মানবিক সাহায্যের পাশাপাশি উদ্ধারকারী দলও পাঠিয়েছে অনেকে। তবে এবার ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। বেতনের অর্থ দিয়ে তারা তুরস্কের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট ভবন এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট সাই-ইয়াং ওয়েন এবং ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই তাদের মাসিক বেতনের অর্থ দিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে চান। এরইমধ্যে তুরস্কের জন্য অন্যান্য সাহায্য পাঠানো হয়েছে।

আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রত্যাশী সাই এবং লাই তুরস্ক দ্রুত পুনর্গঠন হোক এমন প্রত্যাশা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

জেডএস

টাইমলাইন

Link copied