ডাইনি বলে মারধর, তবুও মা বললেন ‘ছেলের কাছেই থাকব’

ডাইনি বলে মারধর আর নির্যাতন! ছেলে আর ছেলের বৌয়ের অত্যাচারে থানায় এমন অভিযোগ দিয়েছেন মা। এরপর সেই ছেলে ও বউকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর থানা থেকে বেরিয়ে সেই মা বললেন ‘ছেলের কাছেই থাকব’।
ভারতের পশ্চিমবঙ্গের হুগলির হরিপাল থানা এলাকার ঘটনা এটি।
অভিযোগ উঠেছে, গত এক বছরে ওই বৃদ্ধার নাতি-নাতনি মারা যান। একইসঙ্গে গ্রামেরও একজন মারা যান। এরপরই ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দেওয়া শুরু হয়। ছেলে ও ছেলের বউও আরও মারমুখী হয়ে নির্যাতন শুরু করে।
রোববার সন্ধ্যায় নিজের ছেলের বিরুদ্ধে হরিপাল থানায় অভিযোগ দেন ওই বৃদ্ধ দম্পতি। তাদের উপর যেন কোনও অত্যাচার না হয় বা ছেলে-বৌ যেন তাদের বাড়ি থেকে না তাড়িয়ে দেন, থানায় তার জন্য আবেদন করেন। এরপরই ছেলে ও ছেলের বৌকে আটক করে পুলিশ।
যদিও এদিন রাতে থানা থেকে বেরিয়ে অভিযোগকারী মা বলেন, “আমার কাছে জানতে চাওয়া হলো ছেলে-বৌ নিয়ে থাকতে চাই কি না। আমি বলেছি, থাকতে চাই। আমার তখন কষ্ট হয়েছিল বলে থানায় এসেছিলাম। এখন মিটমাট করে থাকতে চাই।”
এমজে