কলকাতায় ভালোবাসা দিবসে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গেল ভালোবাসা দিবসে বিয়ের এক মাসের মাথায় ভারতের কলকাতার পর্ণশ্রী থানার বেচারাম চ্যাটার্জি রোডের বাড়ি থেকে গৌরী দেবী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের ১৭ তারিখে ধুমধাম করেই বিয়ে হয়েছিল গৌরী দেবীর। আর ১৯ তারিখ হয়েছিল বৌভাত।
স্থানীয় বাসিন্দাদের অনুমান আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। যদিও মৃত্যুর আসল কারণ জানা যায়নি। ইতোমধ্যেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, এই ঘটনার দিন বাড়িতে ছিলেন না তার স্বামী। ছিলেন শুধু শাশুড়ি। হঠাৎ সন্ধ্যার পর থেকে নিজের ঘর থেকে বের হতে দেখা যায়নি ওই গৃহবধূকে। তাকে না দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন তার শাশুড়ি। তাতেও সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন তিনি। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে নিরুপায় হয়ে প্রতিবেশীদের ডেকে আনেন তিনি। পরে দরজা ভেঙে দেখা যায় ঘরের সিলিং থেকে ঝুলছে গৌরী দেবীর মরদেহ।
এই ঘটনায় পর্ণশ্রী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে মৃত্যুর আসল কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও।
এদিকে ঘটনার পর থেকেই তার স্বামীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
এফকে