৪২তলা ভবন থেকে ইট পড়ে দুইজনের মৃত্যু

নির্মাণাধীন ৪২তল একটি ভবন থেকে ইট পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের গান্ধীনগরের ওরলি এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওরলির ফোর সিজন হোটেল সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে দুইজন মারা গেছেন। ৪২তল ভবনটিতে সে সময় নির্মাণকাজ চলছিল।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় পাওয়া এক ভিডিওতে দেখা যায়, ইট পড়ে সাদা রংয়ের একটি প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে গাড়ির সামনের কাঁচ। গাড়ির চারদিকে ছিটিয়ে আছে ইটের টুকরো।
তবে মারা যাওয়া ব্যক্তিদের সঙ্গে গাড়ির কী সম্পর্ক সে বিষয়ে কিছু জানানো হয়নি খবরে।
জেডএস