মাত্র ২৮ ডলারের কানের দুল পরে অনুষ্ঠানে এলেন প্রিন্সেস ওয়েলস

যুক্তরাজ্যের লন্ডনে রোববার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ৭৬তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বিএএফটিএ) অনুষ্ঠান। এতে স্বামী প্রিন্স উইলিয়ামকে নিয়ে উপস্থিত হন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
তিনি অনুষ্ঠানে এসেছিলেন সাদার রঙের একটি গাউন পরে। তবে সকলের নজরে যেটি ছিল সেটি হলো তার কানের দুল। জানা গেছে, কেট মিডলটন ফিল্ম অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যে কানের দুলটি পরে এসেছিলেন সেটির দাম মাত্র ২৮ ডলার। বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারার পণ্য এটি। বাংলাদেশি অর্থের হিসাবে যা প্রায় ৩ হাজার টাকার সমান।
এছাড়া কেট মিডলটন যে গাউনটি পরেছিলেন সেটিও পুরোনো। ২০১৯ সালে তাকে এটি পরতে দেখা গিয়েছিল। তবে এবার গাউনটিতে কিছু পরিবর্তন এনেছেন তিনি।
এদিকে গত তিন বছরের মধ্যে এবারই প্রথমবার প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বিএএফটিএ-এর অনুষ্ঠানে এসেছেন। এবারের অনুষ্ঠানে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপকে স্মরণ করা হয়।
প্রিন্স উইলিয়াম ২০১০ সাল থেকে বিএএফটিএ-র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্ত্রী কেট মিডলটনের সঙ্গে তিনি এসেছিলেন কালো স্যুট পরে রাজকীয় বেশে।
এদিকে ফ্যাশন সচেতন কেট মিডলটন প্রায়ই পুরোনো ও আগের পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন। ২০২০ সালে তিনি ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডে এসেছিলেন আলেক্সান্ডার ম্যাকুইনের ডিজাইন করা সাদা ও সোনালী রঙের একটি পোশাক পরে। যেটি ২০১২ সালেও একবার পরেছিলেন তিনি।
সূত্র: সিএনএন
এমটিআই