১৬ কোটি চুরির দায়ে জেলে, সেখানেই ব্যাংক ম্যানেজারের মৃত্যু

ব্যাংক থেকে ১৬ কোটি টাকা চুরির দায়ে হাজতে গিয়েছিলেন ম্যানেজার। কিন্তু আদালতে হাজিরার দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে।
জানা যায়, দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায় ফুলঝোরে দুর্গাপুর উপ-সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন ব্যাংক ম্যানেজার শান্তনু মণ্ডল। শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ধমানের অনাময় হাসপাতালে মৃত্যু হয় তার। ব্যাংক জালিয়াতি মামলায় এদিনই দুর্গাপুর আদালতে তার হাজিরার দিন ছিল।
দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, “গত ২ মার্চ দুর্গাপুর উপ সংশোধনাগারে কয়েদিদের রুটিন শারীরিক পরীক্ষা হয়। যদিও সেই সময় তার কোনও সমস্যা ধরা পড়েনি। ৩ মার্চ মাঝরাতে প্রায় তিনটে নাগাদ শারীরিক অস্বস্তি হওয়ায় ব্যাংক ম্যানেজারকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিসিইউতে চিকিৎসার পর ভোরে ওই বন্দিকে বর্ধমানে রেফার করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেখানে ছোট একটি অস্ত্রোপচারও হয়। শনিবার দুপুরে ওই হাসপাতালেই মৃত্যু হয় বিচারাধীন বন্দির।
প্রসঙ্গত, জালিয়াতির অভিযোগে গত ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন ব্যাংক ম্যানেজার শান্তনু মণ্ডল। ওভারড্রাফটের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা ৮টি অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সূত্র- সংবাদ প্রতিদিন
এমজে