জানেন না একে অপরের ভাষা, যেভাবে চলছে তাদের প্রেমালাপ

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২৩, ০৮:০৫ এএম


জানেন না একে অপরের ভাষা, যেভাবে চলছে তাদের প্রেমালাপ

বয়স, জাতি, ধর্ম— কোনো কিছুই প্রেমের ক্ষেত্রে বাধা হতে পারে না। এমন উদাহরণ অসংখ্য। কিন্তু একে অপরের ভাষা না জানলে কি প্রেমে পড়া সম্ভব? সেই প্রশ্নের জবাব হয়েই যেন সামনে এলেন ক্লো স্মিথ ও ড্যানিয়েল ম্যারিসকো।

ছুটি কাটাতে এসে ইংল্যান্ডের ক্লো স্মিথ ও ইতালির ড্যানিয়েল ম্যারিসকোর আলাপ হয়। বুঝতেন না একে অপরের ভাষা। তাদের কথোপকথন হতো গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। আর সেই প্রতিবন্ধকতা জয় করেই প্রেমের বন্ধনে আবদ্ধ হলেন দুজন।

বছর দুয়েক আগে ইবিজার এক নাইটক্লাবে ২৩ বছরের ক্লোয়ের আলাপ হয় ২৫ বছরের ড্যানিয়েলের সঙ্গে। একে অপরের ভাষা না জানলেও ড্যানিয়েলকে দেখে ভীষণভাবে আকৃষ্ট হন ক্লো। ড্যানিয়েলের দিকে প্রথম বন্ধুত্বের হাত বাড়ান ক্লো-ই। ড্যানিয়েলকে তার এতটাই পছন্দ হয়ে যায় যে তার ফোন নম্বর চেয়ে বসেন ক্লো। প্রেমের প্রথম দিকে একে অপরের সঙ্গে কথা বলেই সম্পর্কের ভিত মজবুত হয়। সেক্ষেত্রে একে অপরের ভাষা না জানলে প্রেমভাব গাঢ় হওয়া মুশকিল। তবে ড্যানিয়েলকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান ক্লো। ভাষাগত বাধার তোয়াক্কা করেননি তিনি।

একে অপরকে ভালোভাবে বুঝতে তারা একসঙ্গে ভিডিও দেখা ও সিনেমা দেখা শুরু করন। নিজেদের ভাষা বোঝার জন্য তারা ভরসা রাখেন গুগল ট্রান্সলেটরের ওপর।

পরিচয় পর্বের এক সপ্তাহের মধ্যেই ড্যানিয়েল ও তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ক্লো ইতালির নেপলসে যান। ক্লো বলেন, সবটাই ছিল ভালোবাসার টানে। ড্যানিয়েল বলেন, ক্লো অনেক কথা বলত আর হাসত। ওর ভাষা আমি কিছুই বুঝতাম না। শুধু এটুকু বুঝতাম, ও অন্যদের চেয়ে আলাদা। প্রথম দিন দেখেই আমার ওকে ভালো লেগে যায়। ওকেই জীবনসঙ্গী বানাব বলে ঠিক করে নিই।

ক্লো-ড্যানিয়েল দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন। ক্লো ড্যানিয়েলকে ইংরেজি শেখানোর দায়িত্ব নিয়েছেন আর ড্যানিয়েল ক্লোকে ইতালীয় খাবার খাওয়া শেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। একে অপরের ভাষা না বুঝেও একে অপরের সঙ্গে ভালোই আছেন তারা।

/এসএসএইচ/

Link copied