৮০ বছরে ১৬৫৮ বই পড়েছেন দাদি, নাতির পোস্ট ভাইরাল

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ ২০২৩, ০৯:১২ এএম


৮০ বছরে ১৬৫৮ বই পড়েছেন দাদি, নাতির পোস্ট ভাইরাল

বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতে মোবাইল, ট্যাব, ল্যাপটপ। এর কারণে পাল্লা দিয়ে কমছে বই পড়ার আগ্রহ। কিন্তু এখনো অনেকে আছেন যাদের বই পড়ার ইচ্ছা অনুপ্রেরণা যোগায়। সে রকমই একটি নথি টুইটারে শেয়ার করেছেন বেন মেয়ার্স নামে এক ব্যক্তি। 

তিনি শেয়ার করেছেন, কীভাবে তার দাদি গত ৮০ বছর ধরে যে ক’টি বই পড়েছেন তার প্রত্যেকটির হিসাব রেখেছেন।

বেন নিজে অস্ট্রেলিয়ার আলফাক্রুসিস ইউনিভার্সিটি কলেজের স্নাতক গবেষণা স্কুলের ডিরেক্টর। তিনি টুইটারে একটি নথির ছবি পোস্ট করেছেন, যেখানে তার ৯৪ বছরের দাদী ১৪ বছর বয়স থেকে যা যা বই পড়েছেন তার সব কয়টির নাম লেখা রয়েছে। বেন লিখেছেন, ‌‘প্রায় এক শতাব্দী ধরে একজন ব্যক্তির মনের আশ্চর্যজনক সংরক্ষণাগার।’

বেনের দাদী যে কয়টি বই পড়েছেন সব ক’টির নাম লেখকের নাম-সহ সাল অনুযায়ী নথিভুক্ত করা রয়েছে। বেনের হিসাব অনুযায়ী, তার দাদী গত ৮০ বছরে মোট ১,৬৫৮টি বই পড়েছেন। অর্থাৎ ১৫ দিনে গড়ে একটি করে বই পড়া শেষ করেছেন বৃদ্ধা। 

বেন আরো লিখেছেন, ‘দাদী নিজের পড়াশোনা শেষ করার সুযোগ পাননি। এ রকম এক জনের পক্ষে এতগুলো বই পড়ে শেষ করা সহজ কথা নয়।’

বেনের এই পোস্ট মুগ্ধ করেছে অনেক টুইটার ব্যবহারকারীকে। অনেক শেয়ার এবং রিটুইটও হয়েছে পোস্টটি। এ রকম বইপোকা আজকের যুগে বিরল।

এমএ

Link copied