মেক্সিকোয় ১৩ পুলিশ সদস্যকে হত্যা

মেক্সিকোতে ১৩ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তলুকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এত বড় হামলার নজির মেক্সিকোর ইতিহাসে নেই।
বৃহস্পতিবার দিনের বেলা তুলকার কোয়াটেপেক হারিনাস শহরের লানো গ্রান্ডে এলাকায় পুলিশ সদস্যরা যখন টহল দিচ্ছিলেন, তখনই অজ্ঞাত স্থান থেকে গুলি ছোড়া হয় তাদের লক্ষ্য করে। গুলিতে ঝঁঝরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি এবং সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ সদস্যদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিহতদের মধ্যে আট জন প্রাদেশিক পুলিশ বাহিনীর সদস্য। অপর পাঁচ জন প্রদেশের সরকারি আইনজীবীর (পাবলিক প্রসিকিউটর) নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী থেকে এসেছিলেন। যে এলাকায় এই হত্যাকাণ্ড হয়েছে, সেই লানো গ্রান্ডের অবস্থান দেশটির রাজধানী মেক্সিকো সিটির কাছেই। রাজধানী থেকে ওই এলাকার দূরত্ব ৬৪ কিলোমিটার (৪০ মাইল)।
এদিকে এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে মেক্সিকোর ক্ষমতাসীন সরকার । হামলাকারীদের যদিও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি; কিন্তু সরকারের অভিযোগ, মাদক পাচারের সঙ্গে যুক্ত গ্যাংগুলোই এজন্য দায়ী।
ইতোমধ্যে মেক্সিকোর সেনাবাহিনী এবং সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ন্যাশনাল গার্ড পুলিশ বাহিনীর সদস্যরা হত্যাকারীদের খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রডরিগো মার্টিনেজ কেলিস শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘এই হামলা মেক্সিকো রাষ্ট্রের জন্য সরাসরি অপমান। হত্যাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। আইনের শাসনের কোনো বিকল্প নেই।’
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ