ভারতে চলন্ত গাড়িতে আবারও ঘটল কলঙ্কিত ঘটনা

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ ২০২৩, ০৪:৩৮ পিএম


ভারতে চলন্ত গাড়িতে আবারও ঘটল কলঙ্কিত ঘটনা

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, বেঙ্গালুরুতে এক নারীকে পার্ক থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে গণধর্ষণ করেছেন চারজন।

এ ঘটনায় অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গণধর্ষণের এ ঘটনা ঘটে গত ২৫ মার্চ। ওইদিন রাতে ধর্ষণের শিকার নারী কোরামানগালা পার্কে এক ছেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান। ওই সময় অভিযুক্ত এক ধর্ষক তাদের কাছে উপস্থিত হন এবং রাতের বেলা পার্কে বসে থাকার কারণ জিজ্ঞেস করেন।

যখন নির্যাতিতা নারীর বন্ধু পার্ক থেকে চলে যান তখন ওই অভিযুক্ত ব্যক্তি তার তিন বন্ধুকে খবর দেন। তারা এসে ওই নারীকে টেনে হিঁচড়ে পার্কের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তোলেন।

এরপর তারা চলন্ত গাড়িতে পালাক্রমে ওই নারীকে গণধর্ষণ করেন। পরের দিন সকালে অভিযুক্তরা তাকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে যান এবং এ ঘটনা পুলিশকে না জানাতে শাসিয়ে যান।

বেঙ্গালুরু পুলিশ অফিসার সিকে বাবা গণধর্ষণের ঘটনা সম্পর্কে বলেছেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযুক্ত চারজনকেই আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, মামলা করার আগে ওই নারীকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উত্তাল হয়ে যায় পুরো ভারত। দেশটির সব মানুষ ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেন।

সূত্র: এনডিটিভি

এমটিআই

Link copied