করোনার নতুন ধরন নিয়ে মুখোমুখি যুক্তরাজ্য-দক্ষিণ আফ্রিকা

‘দক্ষিণ আফ্রিকায় খোঁজ পাওয়া করোনার নতুন ধরন যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার চেয়ে বেশি মারাত্মক’ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবি অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি এমখিজে বলেন, ‘যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের চেয়ে দক্ষিণ আফ্রিকায় খোঁজ পাওয়া করোনার নতুন ধরন (৫০১.ভি২) বেশি মারাত্মক ও ভয়ঙ্কর’ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এ বক্তব্যের কোন প্রমাণ নেই।
এর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হাঙ্কক দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, ব্রিটেনে পাওয়া করোনার ধরন থেকে দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরনটি অধিক পরিমাণে ছড়ায় ও বেশি পরিবর্তিত বলে মনে হয়।
দক্ষিণ আফ্রিকার নতুন ধরনটি ব্রিটেনে করোনার দ্বিতীয় ধাপের অন্যতম কারণ বলে দাবি করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
যদিও বিষয়টি উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী এমখিজে বলেন, এটা সত্য নয়।
তিনি বলেন, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি দুর্ভাগ্যজনক।
দক্ষিণ আফ্রিকা করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম। এখন পর্যন্ত ১০ লাখের কাছাকাছি আক্রান্তের সংখ্যা ও ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে আফ্রিকার এই দেশটিতে।
গত দুই সপ্তাহে দেশটিতে গড়ে ১৪ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন যা এর আগের সপ্তাহগুলোতে ৮ ও ১০ হাজারে ছিল।