এবার ফ্রান্সেও মিলল নতুন করোনাভাইরাস

সম্প্রতি ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত। ব্রিটেন থেকে ইতালি, এরপর দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়ার পর এবার ফ্রান্সেও শনাক্ত হয়েছে এই ভাইরাস।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সে আসা এক ব্যক্তির শরীরে করোনার নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তি ফ্রান্সের নাগরিক।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সে আসা এক ব্যক্তির শরীরে করোনার নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তি ফ্রান্সের নাগরিক।
অবশ্য আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই এবং বর্তমানে তিনি আইসোলেশনে আছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রিটেনে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর থেকে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক, ভারত, কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি ব্রিটেনও বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
অবশ্য আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই এবং বর্তমানে তিনি আইসোলেশনে আছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন বৈশিষ্ট্যের এ ভাইরাস লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ ৪৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬২ হাজারেরও বেশি মানুষ।
সূত্র: বিবিসি
টিএম