রমজানে মসজিদে নববিতে ৪ হাজারের বেশি নারী কর্মী নিয়োগ

ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রস্থান মসজিদে নববিতে নামাজ পড়তে আসা নারী হজ ও ওমরাহ যাত্রী ও নারী মুসল্লিদের বিভিন্ন সেবা নিশ্চিত করতে ৪ হাজার ১৫২ জন নারীকর্মী নিয়োগ নিয়োগ দিয়েছে মসজিদে নববির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত রাষ্ট্রীয় প্রশাসন। এই নারী কর্মীদের মধ্যে চাকরিজীবী ও স্বেচ্ছাসেবী— উভয়ই আছেন।
ইসলাম ধর্মের বিধানে হজের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও ওমরাহর ক্ষেত্রে তা হয়নি। সারা বছর যে কোনো সময়ই ওমরাহ করতে পারেন মুসল্লিরা। তবে বছরের অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে ওমরাহযাত্রীদের হার সবচেয়ে বেশি থাকে। এ কারণে এই মাসকে ওমরাহর ‘পিক টাইম’ বলেও উল্লেখ করা হয়।
ধর্মীয় বিধান অনুযায়ী,ওমরাহযাত্রীদের জন্য মসজিদে নববিতে নামাজ পড়া আবশ্যিক (ফরজ) নয়, তবে যাত্রীদের অনেকেই ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সা.)’র সমাধি জিয়ারতের করতে ওমরাহর আচার-অনুষ্ঠান পালন শেষে মসজিদে নববিতে আসেন। তাদের মধ্যে অনেক নারীও থাকেন।
মসজিদে নববির আল রাওদা আল শরিফা চত্বরে অবস্থিত হযরত মুহম্মদ (সা.)’র সমাধি।
রমজান মাসে পুরুষ ও নারী মুসল্লিদের জন্য মহানবী (সা.)’র সমাধি জিয়ারতের পৃথক সময় নির্দিষ্ট করা আছে। পুরুষ মুসল্লিরা দুপুর অর্থাৎ জোহরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় জিয়ারত করতে পারেন আল রাওদা আল শারিফা।
অন্যদিকে, নারী মুসল্লিদের জন্য নির্ধারিত সময় দু’টি। একটি হলো তারাবির নামাজের পর রাত ২টা পর্যন্ত, অপরটি ফজরের নামাজের পর বেলা ১১ টা পর্যন্ত।
মসিজিদে নববি প্রশাসনের উইম্যান অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিসটেন্ট জেনারেল প্রেসিডেন্ট ফাতিমা আল তুয়াইজরি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বলেন, চলতি রমজান মাসে প্রতিদিন গড়ে ১৩ হাজারেরও বেশি নারী মুসল্লি আল রাওদা আল শরিফা জিয়ারত করতে এসেছেন।
এই নারী মুসল্লিদের সহায়তা ও সেবা নিশ্চিত করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে— উল্লেখ করে ফাতিমা আল তুয়াইজরি জানান, নিয়োগ এই কর্মীদের মধ্যে ১ হাজার ৩০০ জনকে মসজিদে নববি প্রশাসনের চাকরিজীবী, বাকি ২ হাজার ৮৫২ জন স্বেচ্ছাসেবী।
এসপিএকে তুয়াইজরি বলেন, ‘রমজান মাসে মসজিদে নববিতে আগত মুসল্লিদের সেবাদানের জন্য যারা স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসেন, তাদের আমরা খুব গুরুত্ব দিই। চলতি বছর যে ২ হাজার ৮৫২ জন নারী স্বেচ্ছাসেবী এসেছেন, কাজের সুবিধার্থে তাদরকে ২৫টি টিমে ভাগ করা হয়েছে।’
সৌদির সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৩ সালের রমজান মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত দিন মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন ২ কোটি ১০ লাখেরও বেশি মুসল্লি। গত ২০২২ সালের রমজানের প্রথম ২০ দিনের তুলনায় এই সংখ্যা ৪৯ শতাংশ বেশি।
এসএমডব্লিউ