কুনো জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আনা আরও এক চিতার মৃত্যু হয়েছে। স্থানীয় বনদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বন বিভাগের মুখ্য পর্যবেক্ষক জে. এস চৌহান জানান, চিকিৎসা চলাকালীনই চিতাটির মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রায় এক মাসের মধ্যে কুনো জাতীয় উদ্যানে মোট দুটি চিতার মৃত্যু হলো।
তিনি আরও জানান, উদয় নামের চিতাটি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না।
জানা গেছে, রোববার (২৩ এপ্রিল) সকালেই জাতীয় উদ্যানের কর্মীরা লক্ষ্য করেন চিতাটি অসুস্থ। সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকেল ৪টা নাগাদ মারা যায় উদয়। সোমবার (২৪ এপ্রিল) ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে।
গত ২৭ মার্চ কুনো জাতীয় উদ্যানে শাশা নামে আরেকটি চিতার মৃত্যু হয়। উদ্যানে আসার আগে থেকেই শাশা কিডনির অসুখে আক্রান্ত ছিল বলে পার্ক কর্তৃপক্ষের দাবি। নামিবিয়া থেকে নিয়ে আসার ছয় মাসের মধ্যেই শাশার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও এক চিতা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুনো জাতীয় উদ্যানে। অন্যদিকে, দুই চিতার মৃত্যুতে বর্তমানে কুনো জাতীয় উদ্যানে মোট চিতার সংখ্যা দাঁড়াল ১৮।
সূত্র : নিউজ ১৮ বাংলা
জেডএস