বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ছাড়াল

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও সমানতালে বাড়ছে। এদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আট কোটি ছাড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি এক লাখ ৯৬ হাজার ৯ জন। এখন পর্যন্ত ভারইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ লাখ ৫৬ হাজার ৯৬৭ জন। তবে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ৭৩২ জন।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি এক লাখ ৯৬ হাজার ৯ জন। এখন পর্যন্ত ভারইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ লাখ ৫৬ হাজার ৯৬৭ জন। তবে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ৭৩২ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ৯২ লাখ ১০ হাজার ১৬৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯৮ হাজার ৮৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছে ১১৯৭ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি এক লাখ ৬৯ হাজার ৮১৮ ও মারা গেছে ১ লাখ ৪৭ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২২ হাজার ৩৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ২৫১ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৯০ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২২ হাজার ৯৬৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছে ৪৮৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৯২ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৫৩ হাজার ৬৫৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৯ হাজার ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছে ৫৬৩ জন।
তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ২৫ লাখ ৪৭ হাজার ৭৭১ ও ৬২ হাজার ৪২৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।
করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।
করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।
সূত্র: ওয়ার্ল্ডোমিটারস
টিএম