যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে নতুন উদ্যোগ

‘অপারেশন বন্দে ভারত’, ‘অপারেশন গঙ্গা’র পর এবার ভারতের ‘অপারেশন কাবেরী’। যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৪ এপ্রিল) এস জয়শঙ্কর জানিয়েছেন, এরইমধ্যে সুদানে আটকে থাকা ৫০০ ভারতীয় সেখানকার বন্দরে পৌঁছেছেন। বাকিরা পথে। তাদের ফেরাতে জাহাজ, প্লেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই ঘরে ফেরানোর মিশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’।
আফ্রিকা মহাদেশের সুদানে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বহু ভারতীয় আটকে আছেন। তাদের দেশে ফেরানোর জন্য সৌদি আরব, ব্রিটেনের মতো একাধিক দেশের সঙ্গে কথা বলেছিল মন্ত্রণালয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকও করেছেন জয়শঙ্কর। বলা হয়েছিল, প্রয়োজনে জাতিসংঘের সাহায্যে করিডোর তৈরি করে উদ্ধার করা হবে ভারতীয়দের।
জয়শঙ্কর জানিয়েছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে শুরু হয়েছে ‘অপারেশন কাবেরী’। সুদান বন্দরে পৌঁছে গেছেন ৫০০ ভারতীয়। বাকিরা পথে। তাদের বাড়ি ফেরাতে আমাদের জাহাজ, প্লেন তৈরি। আটকে থাকা ভারতীয়দের ঘরে ফেরাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এর আগে করোনার সময়ে বিভিন্ন দেশে আটকেপড়া ভারতীয়দের দেশে ফিরিয়েছিল মন্ত্রণালয়। সেই অপারেশনের নাম রাখা হয়েছিল ‘অপারেশন বন্দে ভারত’। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার কাজের নাম রাখা হয়েছিল ‘অপারেশন গঙ্গা’। এবারের অপারেশনের নাম রাখা হয়েছে ‘অপারেশন কাবেরী’।
সূত্র : সংবাদ প্রতিদিন
জেডএস