ভারতীয় নাগরিকদের হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় কোচবিহার জেলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গত দুবছরে অন্তত নয়জন ভারতীয় নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। খবর বিবিসির।
সংগঠনটি বলছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় ভারতীয় নাগরিকদের গুলি করে হত্যার সংখ্যা কমে এলেও কোচবিহার তা অব্যাহত রয়েছে।
এই কোচবিহারেই বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন।
বিএসএফের গুলিতে গতবছর অন্তত ১২ জন বাংলাদেশের নাগরিক মারা গেছে বলেও জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
‘আমরা সীমান্তবাসী’ নামে যে সংগঠন এ তথ্য দিয়েছে তারা বলছে, এ ধরনের কোনো মৃত্যুর ক্ষেত্রেই না হয় তদন্ত, না দেওয়া হয় ক্ষতিপূরণ।
বৃহস্পতিবার কোচবিহারের জেলাপ্রশাসকের কাছে একটা স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। তারা দাবি, বিএসএফের হেনস্থা যদি বন্ধ না হয়, তাহলে কাঁটাতারের বেড়ার ভেতরে তাদের চাষের জমি সরকার কিনে নিক।
তবে এসব অভিযোগের বিষয়ে বিএসএফের কোনো বক্তব্য পায়নি বিবিসি। তবে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যিনি নিজেও কোচবিহারের বাসিন্দা, বিবিসিকে বলেছেন দীর্ঘদিন ধরেই বিএসএফ সীমান্তের মানুষকে হেনস্থা করে চলেছে।
এনএফ