কুখ্যাত ওয়াগনার সেনাদের কার্যক্রম গুটিয়ে ফেলার ইঙ্গিত

রাশিয়ার কুখ্যাত ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন বলেছেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ওয়াগনারের কার্যক্রম।
ইউক্রেনের বাখমুত ও আফ্রিকার কয়েকটি দেশে নিজেদের কার্যক্রম চালায় ওয়াগনারের সেনারা। এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘঠিত করার একাধিক অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সেমন পেগভ নামের এক সামরিক ব্লগারকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন প্রিগোজিন। তবে তিনি এই কথা মজার ছলে নাকি সত্যিকার অর্থে বলেছেন, এ বিষয়টি নিশ্চিত নয়। কারণ কয়েকদিন আগেও বাখমুতে যুদ্ধ থামানোর কথা বলেছিলেন তিনি। এর একদিন পরই প্রিগোজিন জানান, যুদ্ধ থামানোর ঘোষণাটি ছিল নিছকই মজা।
ওয়াগনারের কার্যক্রম গুটিয়ে ফেলার ব্যাপারে প্রিগোজিন বলেছেন, ‘আজ আমরা ওই কেন্দ্রে যাচ্ছি যেখানে ওয়াগনার শেষ হয়ে আসছে। ওয়াগনারের, খুব অল্প সময়ের মধ্যে, অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমরা একটা ইতিহাস হয়ে যাব, কোনো কিছু নিয়ে ভাবার নেই, এ ধরণের বিষয় হয়ে থাকে।’
প্রতিষ্ঠাতা প্রিগোজিনের এমন বক্তব্যের পর ওয়াগনারের বক্তব্য নেওয়ার চেষ্টা করে বার্তাসংস্থা রয়টার্স। তবে বাহিনীর কেউ এ নিয়ে মন্তব্য করেননি।
এদিকে গত বৃহস্পতিবার প্রিগোজিন এক অডিও বার্তায় বলেন, ইউক্রেনে আসা যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের যেন ইউক্রেনের সেনারা বাখমুত শহর ঘুরিয়ে দেখাতে পারেন, সেজন্য তার ওয়াগনার গ্রুপের সেনারা হামলা বন্ধ রাখবে।
প্রিগোজিনের এ ঘোষণা প্রথমে সত্যি ভেবেছিলেন অনেকে। পরের দিন তিনি জানান, এটি আসলে মজা করে বলেছিলেন তিনি।
সূত্র: রয়টার্স
এমটিআই