বুকে পেসমেকার বসিয়ে এভারেস্ট জয়ের চেষ্টা

বুকে পেসমেকার বসিয়ে এভারেস্ট জয়ের চেষ্টা, আর লক্ষ্য এভারেস্ট জয়! বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে গিয়ে প্রাণ গেল এক নারী পর্বতারোহীর। বেস ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করেও আর শেষরক্ষা হয়নি।
বৃহস্পতিবার (১৮ মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ওই নারী পর্বতারোহীর নাম সুজান লিওপোল্ডিনা জেসুস। বুকে পেসমেকার নিয়ে এভারেস্ট জয় করতে চেয়েছিলেন তিনি। যদি পারতেন, তাহলে এশিয়ার প্রথম নারী হিসেবে এই নজির গড়তেন তিনি। হিমালয় জয়ের স্বপ্ন পূরণে এতটাই আশাবাদী ছিলেন যে, অভিযান ছেড়ে ফিরতে চাননি সুজান। শেষপর্যন্ত পরিণাম হলো মর্মান্তিক!
গ্লেসিয়ার হিমালয় ট্রেকসের ব্যবস্থাপনা পরিচালক দা ডেন্ডি শেরপা জানিয়েছেন, অভিযানে গিয়ে প্রথমে উচ্চতা ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নানা শারীরিক কসরত করেন পর্বতারোহীরা। সেটা করতে গিয়েই বিপাকে পড়েন সুজান। স্বাভাবিক গতি ধরে রাখতে পারছিলেন না তিনি। এমনকি উপরের দিকে উঠতে গিয়েও সমস্যা হচ্ছিল! ক্রম্পটন পয়েন্টে পৌঁছাতে ছয় ঘণ্টার বেশি সময় নিয়েছিলেন তিনি। বারবার ওই নারী পর্বতারোহীকে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শেরপা। কিন্তু লাভ হয়নি।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পর্বতারোহীরা সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে দূরত্ব অতিক্রম করতে পারেন। তবে সুজানের প্রথম প্রচেষ্টায় পাঁচ ঘণ্টা, দ্বিতীয় প্রচেষ্টায় ছয় ঘণ্টা ও তৃতীয় প্রচেষ্টায় ১২ ঘণ্টা সময় লেগেছিল।
শেরপার দাবি, অর্থ খরচ করে এভারেস্ট অভিযানে অনুমতি পেয়েছেন সুজান। সে কারণেই এভারেস্ট জয়ে অনড় ছিলেন তিনি। যাবতীয় শারীরিক সমস্যাকে উপেক্ষা করে বেস ক্যাম্প থেকে কিছুটা উপরেও উঠে গিয়েছিলেন। এরপর একপ্রকার জোর করেই ওই পর্বতারোহীকে হেলিকপ্টারে করে নিচে নামিয়ে আনা হয়। পরে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি!
জানা গেছে, ৫৯ বছর বয়সী পর্বতারোহী সুজান মুম্বাইয়ের বাসিন্দা। তিনি বেস ক্যাম্পে ছয়দিনের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন।
২০২২ সালের মে মাসে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সম্পন্ন করেছিলেন সুজান। তিনি পেসমেকারে এশিয়ার প্রথম ব্যক্তি ও সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এভারেস্ট জয়ের লক্ষ্য রেখেছিলেন। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি সিলভাসার বৃহত্তম স্কুলের প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন।
ইতোমধ্যে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের পাশাপাশি পর্যটন বিভাগকে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। তার মরদেহ বিমানে তোলা হচ্ছে।
চলতি মৌসুমে এভারেস্ট জয় করতে গিয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন একজন মার্কিন ডাক্তার ও মলদোভার একজন পর্বতারোহী।
কেএ