বাসে অভিনেত্রীর শ্লীলতাহানি, প্রকাশ্যে যা ঘটাল যুবক!

সরকারি বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন এক উঠতি মডেল। পথিমধ্যে এক যুবকর বাসে উঠে তার পাশে বসলেন। কিছুক্ষণ যেতে না যেতেই ওই যুবক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত (ব্যাড টাচ) দেওয়ার চেষ্টা করেন। প্রথমে পাত্তা দেননি উঠতি অভিনেত্রী তথা মডেল। তবে সময় যত গড়িয়েছে ততই অস্বস্তির মাত্রা বেড়েছে। তরুণীর চুপ থাকার সুযোগ নিয়ে বেড়েছে অভিযুক্তের সাহস।
কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তরুণী সরে বসার সিদ্ধান্ত নেন। আর তা করতে গিয়েই কার্যত শিউরে ওঠেন তিনি। এলোপাথাড়ি স্পর্শের পাশাপাশি বাসের মধ্যেই প্রকাশ্যে ‘দুষ্কর্ম’ করা শুরু করে যুবক। ধৈর্যের বাঁধ ভাঙে তার, চিৎকার করে ওঠেন তরুণী। সেই সময় তার পাশে দাঁড়ান বাসের কন্ডাক্টর।
সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার একটি সরকারি বাসে। ত্রিশূর থেকে নেডাম্বাসেরি রুটের বাসে করে যাচ্ছিলেন ওই তরুণী। বখাটেদের ডেরা হিসেবে চিহ্নিত অঙ্গামালি থেকে বাসে ওঠে অভিযুক্ত যুবক।
জানা গেছে, একাধিক আসন খালি থাকলেও ওই তরুণীর পাশে এসেই বসে যুবক। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দুষ্কর্ম। অভিযুক্তকে ওই অবস্থায় দেখে মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ডিং শুরু করেন তরুণী।
বিষয়টি জানতে পেরে চালককে বাসটি থানায় নিয়ে যেতে বলেন কন্ডাক্টর। বেগতিক দেখে পালানোর চেষ্টা করে সাবাড় নামে ওই যুবক। তবে কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির কাছে হার মানে সে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত সাবাড় শাহ কোঝিকোড়ের বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (শ্লীলতাহানি) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ভিডিও ভাইরাল
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও সহ ঘটনাটি পোস্ট করেন ওই অভিনেত্রী। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তরুণীর পাশাপাশি বাসের কন্ডাক্টরেরও ভূয়সী প্রশংসা করেছেন।
কন্ডাক্টরের সাহায্যে গ্রেপ্তার
গোটা ঘটনা তুলে ধরে বিশেষভাবে ওই বাসের কন্ডাক্টর প্রদীপকে ধন্যবাদ জানিয়েছেন তরুণী। তিনি বলেন, ‘কিছু একটা খারাপ হচ্ছে বুঝতে পেরে কন্ডাক্টর কে কে প্রদীপ আমার কাছে এসে জিজ্ঞাসা করেন আমি পুলিশে অভিযোগ দায়ের করতে ইচ্ছুক কি না।’ তরুণীর থেকে ইতিবাচক জবাব পেয়ে প্রদীপ চালককে বলেন বাস যেন তিনি কোনও থানায় নিয়ে গিয়ে থামান। এরপরই বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। যদিও চালক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে ওই তরুণীর দাবি, ভিডিওটি দেখার পর আরও বেশ কয়েকজন মহিলা তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারাও সাবাড়ের শিকার হয়েছিলেন বলে দাবি অভিনেত্রীর।
সূত্র : এই সময়