জম্মুতে ৭৫ আরোহী নিয়ে বাস খাদে, নিহত ১০

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে ২০২৩, ১১:১৫ এএম


জম্মুতে ৭৫ আরোহী নিয়ে বাস খাদে, নিহত ১০

দুর্ঘটনাকবলিত বাসটি পড়ে আছে/ সংগৃহীত ছবি

জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫৫ জন। দুর্ঘটনার সময় বাসটিতে ৭৫ জন আরোহী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পাঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই দূরপাল্লার বাসটি কাটরার দিকে যাচ্ছিল। পথে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। কাটরা থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব অন্তত ১৫ কিলোমিটার।

জম্মুর পুলিশ কর্মকর্তা চন্দন কোহিল বলেছেন, বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল। যারা মারা গেছেন তারা মূলত বিহারের বাসিন্দা।

দুর্ঘটনাকবলিত বাসটি থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান প্রায় শেষ দিকে। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা উদ্ধার সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান চালিয়ে যাচ্ছেন, বলেও জানান তিনি। 

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসটি জাতীয় মহাসড়কের নিচে উল্টে পড়ে রয়েছে। সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এলাকায় ভিড় জমিয়েছেন অনেকে।

সূত্র : ইন্ডিয়া টুডে

জেডএস

Link copied