জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টুইট মোদি-মমতার

ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। ভোটযুদ্ধের শুরুতেই শনিবার সকালে সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবারের টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলোতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটারদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।’
এদিকে, নরেন্দ্র মোদি টুইট করার কিছুক্ষণ পরই টুইটারে একই আহ্বান জানিয়ে বার্তা দেন মমতা বন্দোপাধ্যায়। টুইটবার্তায় তিনি বলেন, ‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।’
Today, Phase 1 of the West Bengal Assembly elections begin. I would request all those who are voters in the seats polling today to exercise their franchise in record numbers.
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
শনিবার সকাল ৭ টা থেকে যখন পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী তখন এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশ থেকেই টুইট করেছেন তিনি। অন্যদিকে এই দিন হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। তাতে উপস্থিত থাকার কথা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.
শনিবার পশ্চিমবঙ্গের কয়েকটি আসনের ভোটকেন্দ্রে কিছু বিশৃঙ্খলার অভিযোগ এলেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেসরকারি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও ভারতের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন ৩৬ দশমিক ০৯ শতাংশ ভোটার।
সূত্র: আনন্দবাজার
এসএমডব্লিউ