জেলেনস্কির শহরে রাশিয়ার বড় হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রাইভি রিহতে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে শহরটিকে লক্ষ্য করে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে রুশ বাহিনী। এছাড়া এদিন সকালে হামলা হয়েছে বন্দর নগরীতে ওডেসাতেও।
ক্রাইভি রিহ-এর আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক জানিয়েছেন, রুশ বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র— দু’টি বাণিজ্যিক কমপ্লেক্সে আঘাত হানে। এতে গ্যাস সরবরাহ পাইপলাইনসহ কমপ্লেক্স দু’টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেছেন, ‘একটি এন্টারপ্রাইজে আগুন ধরে যায়। যেটি উদ্ধারকারীরা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনেছেন।’
এই আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, যেখানে হামলা হয়েছে সেখানে কোনো সামরিক অবকাঠামো ছিল না।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ‘রাতজুড়ে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার মধ্যে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়। আর বাকিগুলো নেপ্রোপেতরোভস্কির শিল্প অবকাঠামোয় আঘাত হানে, যা ক্রাইভি রিহতে অবস্থিত।
প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহরে এ সপ্তাহের মধ্যে এটি রুশ বাহিনীর দ্বিতীয় আকাশ হামলা।
গত মঙ্গলবার ক্রাইভি রিহতে রাশিয়ার সেনাদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ভবন এবং গুদামে আঘাত হানে। ওই হামলায় ১২ জন ইউক্রেনীয় প্রাণ হারান।
অপরদিকে বন্দর নগরী ওডেসায় ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনিয়ান সাউদার্ন মিলিটারি কমান্ড। তারা জানিয়েছে, সকালে ওডেসায় উড়ে আসে ২০টি ড্রোন, যেগুলো ভূপাতিত করা হয়।
এর আগে বুধবার ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত ও ১৩ জন আহত হন।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই