মস্কোতে যাওয়ার জন্য ওয়াগনারের হুমকি কতটা বাস্তব?

রাশিয়ার বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কো অভিমুখে তার সৈন্যরা যাত্রা শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে ওয়াগনার সৈন্যদের মস্কোমুখী যাত্রার ঘোষণা দেওয়ার পর ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়াজুড়ে।
শনিবার ওয়াগনারের সৈন্যরা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনের সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে বলে দাবি করেছেন ইয়েভগেনি। তিনি বলেছেন, বর্তমানে রোস্তভ-অন-দনের সামরিক সদর দপ্তর তার সৈন্যদের দখলে রয়েছে। এছাড়া সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভিডিওতে ওয়াগনার সৈন্যরা এখন রোস্তভ-অন-দন থেকে মস্কোর দিকে অগ্রসর হচ্ছেন বলে দাবি করেছেন ইয়েভগিনি। কিন্তু তার সৈন্যরা আসলেই কি রাজধানীতে পৌঁছাতে পারবেন, নাকি এই হুমকির মাধ্যমে ক্রেমলিনকে বড় ধরনের ব্ল্যাকমেইল করছেন তিনি সেই প্রশ্ন দেখা দিয়েছে।
— BNO News (@BNONews) June 24, 2023
ইয়েভগেনি প্রিগোজিন দাবি করেছেন, ওয়াগনারের ২৫ হাজার সশস্ত্র যোদ্ধা বর্তমানে তার নিয়ন্ত্রণে রয়েছে। এই সৈন্যদের বেশিরভাগই ইউক্রেনের পূর্বাঞ্চলে গত কয়েক মাস ধসে তার নেতৃত্বে রাশিয়ার পক্ষে লড়াই করেছেন। তারা সবাই মস্কোর ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছেন।
সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া সীমান্ত লাগোয়া রোস্তভ ও বেলগোরোদ অঞ্চল থেকে ওয়াগনার সৈন্যদের প্রত্যাহার করে নিতে শুরু করেন ইয়েভগেনি প্রিগোজিন। এই যোদ্ধাদের বেশিরভাগই বর্তমানে রাশিয়ার রাজধানী থেকে দূরে রয়েছেন।
মস্কোতে পৌঁছানোর জন্য প্রিগোজিন ও তার সৈন্যদের কয়েকটি অঞ্চলের শত শত মাইল পথ পেরিয়ে যেতে হবে। ওয়াগনারের বিদ্রোহের ঘোষণা দেওয়ার পর মস্কো, রোস্তভ ও অন্যান্য অঞ্চলে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। যেকোনও ধরনের সন্ত্রাসবিরোধী তৎপরতা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে মস্কো ও রোস্তভে ইতোমধ্যে সাঁজোয়া যান, হেলিকপ্টার ও অন্যান্য সামরিক যানবাহন মোতায়েন করেছে রাশিয়া।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর কাছে ভোরোনেজ অঞ্চলে শনিবার ওয়াগনার সৈন্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেছেন, মস্কো অভিমুখে যাওয়ার সময় তার সৈন্যরা আক্রান্ত হলে আশপাশের সবকিছু ধ্বংস করে দেওয়া হবে।
ওয়াগনার প্রধান এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সক্রিয়ভাবে বিরোধীপক্ষের সশস্ত্র সৈন্যদের আনুগত্য পরিবর্তনের আহ্বান জানাচ্ছে। তবে এই পর্যায়ে সশস্ত্র সৈন্যরা কার পক্ষে থাকবে তা পরিষ্কার নয়। চলমান এই পরিস্থিতিতে রাশিয়ায় নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স।
এসএস