বাবাকে বাঁচাতে গিয়ে আহত মেয়ে, কাঠগড়ায় তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। তবে চলছে বিজেপি আর তৃণমূলের পাল্টা-পাল্টি অভিযোগের খেলা। এরইমধ্যে বিজেপি কর্মী বাবাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে এক মেয়ে। এ ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর দমদমে। বিজেপির দাবি, তৃণমূলের আশ্রয়ে থাকা সন্ত্রাসীরা এই ঘটনার জন্য দায়ী।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, হামলার শিকার হওয়া ওই বিজেপি কর্মীর নাম কানাই হালদার। তিনি কলকাতার উত্তর দমদম পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মধ্য নীলাচলের বাসিন্দা। ভুক্তভোগী কানাই হালদারের দাবি, রোববার মিষ্টি কিনে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময়ই তার ওপর হামলা করে কালিপদ সাহা নামে এক তৃণমূল কর্মী। এসময় বেধড়ক মারধর করা হয় তাকে।
এই ঘটনায় ইতোমধ্যেই এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারের দাবি, নির্বাচনকে সামনে রেখে তাকে প্রচার করতে না দেওয়ার জন্যই বারবার এধরনের ঘটনা ঘটানো হচ্ছে।
এদিকে টুইটারে আহত মেয়েটির ভিডিও পোস্ট করে কড়া ভাষায় মমতার দলের সমালোচনা করেছে বিজেপি। ভিডিওতে দেখা যাচ্ছে, হামলা ও মারধরের কারণে নীল গেঞ্জি পরা একটা মেয়ের ডান চোখ অনেকটা ফুলে গেছে। ঠিকমতো চোখ খুলতেও পারছে না মেয়েটি। চোখের নীচে কালশিটে পড়ে গেছে। রুমাল দিয়ে বারবার চোখ মুছছে সে।
— BJP Bengal (@BJP4Bengal) March 28, 2021
মেয়েটির অভিযোগ, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চাচাকে মারধর করে তৃণমূল পার্টির কয়েকজন। সেইসময় আমার বাবা তাকে বাঁচাতে যায়। বাবাকেও তখন মারধর করা হয়। এরপর আমরা বাবাকে বাঁচাতে গেলে, আমাদেরকে এভাবে মারে।’
এদিকে ভিডিও টুইট করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি। দলটির দাবি, ‘এই ঘটনা তৃণমূলের বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ। একটা বাচ্চা মেয়েকে এবার বেধড়ক মারপিট করা হলো, কারণ সে তৃণমূলের সন্ত্রাসীদের হাত থেকে তার বাবাকে বাঁচাতে গিয়েছিল! পিসিকে (মমতা) জিজ্ঞাসা করতে চাই, এই মেয়েটি কি বাংলার মেয়ে নয়?’
টিএম