ইতালির বিখ্যাত স্থাপনায় ‘ইভান+হ্যালি’ লিখল যুগল, খুঁজছে পুলিশ

ইতালির রাজধানী রোমের বিখ্যাত কলোসিয়ামের দেওয়ালে খোদাই করে নিজের ও বান্ধবীর নাম লিখেছেন এক যুবক। ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী এই স্থাপনার ক্ষতি করার কারণে এখন তাদের পুলিশ খুঁজছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের খোঁজা শুরু করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তদন্তে বের হয়েছে, ওই যুগল যুক্তরাজ্য থেকে ইতালিতে ঘুরতে গিয়েছেন।
ছবি মিলিয়ে তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইতালিয়ান কারাবিনারি। তবে বিবৃতিতে অভিযুক্তের নাম ও তার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। এছাড়া এর বেশি তথ্য প্রকাশ যাবে না বলেও জানিয়েছে পুলিশ।
ইতালিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওই যুবক ও তার বান্ধবীকে অবশ্যই খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এর আগে যারা কলোসিয়ামের দেওয়ালের ক্ষতি করেছেন তাদের বড় অংকের জরিমানার কবলে পড়তে হয়েছিল।
ওই যুগলের এমন কান্ডের ভিডিও করেন রায়ান লুজ নামের এক মার্কিন পর্যটক। তিনি তাৎক্ষণিকভাবে কলোসিয়ামের রক্ষীদের ভিডিওটি দেখান। কিন্তু তারা বিষয়টি আমলে না নেওয়ায় পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপরই ভাইরাল হয় ভিডিওটি।
কলোসিয়ামটি তৈরি করা হয়েছিল প্রথম শতকে। এটি বিশ্বের সবচেয়ে বড় গ্যালারিসমৃদ্ধ মুক্ত নাট্যমঞ্চ। রোমানদের তৈরি এ স্থাপনাটি দেখতে প্রতি বছর এখানে প্রায় ১০ লাখ মানুষ ভীড় জমান।
এ বছর কলোসিয়ামটিতে এ পর্যন্ত অন্তত চারবার এ ধরনের আঁকাআাঁকির ঘটনা ঘটেছে। এটির দেওয়ালের কোনো ধরনের ক্ষতি করলে ১৫ হাজার ডলারের বেশি জরিমানা অথবা ৫ বছরের জেল দেওয়ার বিধান রয়েছে।

সূত্র: আল জাজিরা
এমটিআই