দিল্লি মেট্রোতে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় মোদি

মেট্রোতে চড়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই মেট্রো সফরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। শুক্রবার (৩০ জুন) লোক কল্যাণ মার্গ স্টেশন থেকে মেট্রোতে ওঠেন প্রধানমন্ত্রী। নামেন বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে।
বিশ্ববিদ্যালয়টির শতবর্ষ উপলক্ষ্যে এক বছরব্যাপী অনুষ্ঠান চলছিল। তার সমাপ্তি হলো গতকাল শুক্রবার।

মেট্রোতে তরুণ সহযাত্রীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠতে দেখা যায় মোদিকে। পরে এই নিয়ে একটি টুইট করেন তিনি। টুইটে তার মেট্রো সফরের কয়েকটি ছবি দিয়ে মোদি লেখেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সহযাত্রী হিসেবে পেয়ে খুশি।’
সহযাত্রীদের সঙ্গে তার কী বিষয়ে কথোপকথন হয়েছে, তা-ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জানান মোদি। বলেন, ‘শিক্ষার্থীদের মতোই আমি আজ মেট্রোয় সফর করেছি। শিক্ষার্থীরা কত বিষয়ে কথা বলে। তারা আমার সঙ্গে ওটিটি সিরিজ থেকে রিল, সব বিষয় নিয়ে কথা বলেছেন।’
এমএ