বাস কাত হয়ে আটকে যায় দরজা, ভেতরে পুড়ে মৃত্যু হয় সবার

ভারতের মহারাষ্ট্রের চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে তিনজন শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (১ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে মহারাষ্ট্রের সমরুদ্ধি-মহামর্গ এক্সপ্রেসওয়ের একটি পোলে ধাক্কা দেয় বাসটি। এরপর এটি কাত হয়ে যায়। ধাক্কা দেওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে। এতে জীবন্ত পুড়ে প্রাণ যায় ২৬ জনের।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসের প্রায় সব যাত্রী ঘুমিয়ে ছিলেন। আর বাসটি যেদিকে কাত হয়েছিল, সেদিকেই এটির দরজা ছিল। ফলে কয়েকজন ছাড়া বাকিদের কেউই বের হতে পারেননি। যার কারণে এত প্রাণহানির ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। এটি পুনের দিকে যাচ্ছিল।
ভয়াবহ এ দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারালেও বেঁচে গেছেন এর চালক। তিনি জানিয়েছে, চলন্ত অবস্থায় টায়ারে বিস্ফোরণ হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা দেয়।
মহারাষ্ট্রের বুলধানার পুলিশ সুপারিটেনডেন্ট সুনীল কাদাসানে বলেছেন, আগুনে পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেকে আহতও হয়েছেন।
তিনি জানিয়েছেন, এখন তাদের প্রধান লক্ষ্য হলো নিহতদের পরিচয় খুঁজে বের করা এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবন্দ্র ফাদনাভিস জানিয়েছেন, আগুনে পুড়ে যারা নিহত হয়েছেন তাদের এখন দেখে কেউ শনাক্ত করতে পারবেন না। ফলে পরিচয় বের করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে।
সূত্র: এনডিটিভি
এমটিআই