ভিডিও: দিল্লির আদালতে আইনজীবীদের সংঘর্ষ, গুলি

ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে আইনজীবীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে গুলির ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। বুধবার দুপুরের দিকে দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবীদের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সাগর সিংহ কলসি বলেছেন, তিস হাজারি আদালতে আইনজীবীদের দুটি গ্রুপের মাঝে বাগবিতণ্ডা হয়েছে। পরে সেখানে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।
পুলিশের এই কর্মকর্তা বলেছেন, বুধবার দুপুরের দিকে তিস হাজারি আদালতে আইনজীবীদের বিবাদের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনজীবীদের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আদালতের কর্মীরাও এই সংঘর্ষে অংশ নিয়েছিলেন।
— Press Trust of India (@PTI_News) July 5, 2023
আদালতের আইনজীবীদের সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আইনজীবীর পোশাক পরে একজন ফাঁকা গুলি চালাচ্ছেন। অন্য একজন পাথর ছুড়ছেন। তিনিও আইনজীবীর পোশাক পরে রয়েছেন।
দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, আদালতের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা ফাঁকা গুলি ছুড়েছেন। আদালতে চেম্বার ও গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন মণীশ। পরে সেখানে অন্যান্য আইনজীবীরা উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন।
দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মেনন তিস হাজারি আদালতে আইনজীবীদের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার তদন্ত হবে। যে অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে, তার লাইসেন্স রয়েছে কি না, খতিয়ে দেখা হবে।
এসএস