মুঘল আমলের চিত্র ফিরল দিল্লির বন্যায়

ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা বর্ষণের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের ভেতর ঢুকে পড়েছে। এই পানি পৌঁছেছে রাজধানীর বিখ্যাত লালকেল্লাতেও।
মুঘল আমলের এই প্রাচীন স্থাপত্যশৈলী পানির নিচে তলিয়ে যাওয়ার পর— পুরোনো আমলের কিছু দেওয়াল চিত্র সামনে এনেছেন কয়েকজন। এতে দেখা যাচ্ছে, মুঘল যুগে এই কেল্লার কাছে ছিল যমুনা নদীর প্রবাহ। এই বন্যা যেন ফিরিয়ে এনেছে সেই মুঘল আমলের চিত্র।
এ বিষয়টি নিয়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে চলছে আলোচনা। দিল্লিবাসীরা বলছেন, যমুনা নদীর পানি বেড়ে দিল্লিতে বন্যা হয়নি; বরং নদীই কয়েক দশক পর তার পুরোনো জায়গা ফিরিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে হার্স ভ্যাটস নামের এক অ্যাকাউন্টধারী লিখেছেন, ‘একটি নদী কখনো ভুলে যায় না। এমনকি কয়েক দশক ও শতক পার হওয়ার পর, নদী তার সীমানা পুনর্দখলের জন্য ফিরে আসবে। যমুনা তার পুরোনো প্লাবনভূমি ফিরিয়ে নিয়েছে।’
— Harsh Vats (@HarshVatsa7) July 13, 2023
কুতুব মিনারি নামের অপর অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘যমুনা পুরোনো এলাকা ফিরিয়ে নিচ্ছে। মুঘল আমলে লালকেল্লার পাশে নদী প্রবাহিত ছিল। সলিমগড়কেল্লা ও লালকেল্লাকে বাঁকানো ব্রিজের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। যেটির নিচে ছিল যমুনা নদীর প্রবাহ। এটিকে রেলব্রিজে রূপান্তরিত করা হয়েছিল। নদী তার পুরোনো রূপে ফিরবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক।’
— Qutub Minari (@qutubminari) July 13, 2023
— Muhammad Wajihulla (@wajihulla) July 13, 2023
সূত্র: ইন্ডিয়াটাইমস
এমটিআই