‘উষ্ণতার যুগ শেষ, বিশ্ব এখন ফুটন্তের যুগে’

দিন দিন বেড়েই চলছে বিশ্বের তাপমাত্রা। বর্তমানে তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে; যা অনেকের জন্য অসহনীয় হয়ে পড়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগের সব রেকর্ড ভেঙে ‘বিশ্বের ইতিহাসে এ বছরের জুলাই মাস সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড গড়বে।’ আর এমন হুঁশিয়ারির পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন বিশ্ব আর উষ্ণায়নের যুগে নেই, বিশ্ব এখন ফুটন্তের যুগে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার (২৭ জুলাই) একটি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন তিনি।
গত কয়েকদিন ধরে ইউরোপ ও আমেরিকাসহ উত্তর গোলার্ধে প্রচন্ড দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহকে ‘নিষ্ঠুর গ্রীষ্ম’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।
তিনি বলেছেন, ‘পুরো বিশ্বের জন্য এটি একটি বিপর্যয়। জুলাই ২০২৩ আগের সব রেকর্ড ভেঙে দেবে।’
তিনি আরও বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন এসে গেছে। এটি ভয়ানক। আর এটি মাত্র শুরু। বৈশ্বিক উষ্ণতার যুগ শেষ, এখন ফুটন্তের যুগ এসেছে।’
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত জলবায়ু সংস্থা ইআরএ৫ এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাইয়ের প্রথম তিন সপ্তাহ ইতিহাসে সবচেয় উষ্ণতম ছিল। এটি সবচেয়ে উষ্ণতম জুলাই ও উষ্ণতম মাস হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
আগামী ৮ আগস্ট জুলাই মাসের তাপমাত্রার পূর্ণ প্রতিবেদন প্রকাশ করবে ইআরএ৫। এর আগে ২০১৯ সালের জুলাই মাস বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড গড়েছিল।
সূত্র: আল জাজিরা
এমটিআই