১৪ বছর ধরে নারীকে যৌনদাসী করে রাখার অভিযোগ, রাশিয়ায় গ্রেপ্তার ১

নিজ বাড়িতে এক নারীকে টানা ১৪ বছর নিজ বাড়িতে বন্দি রেখে ধর্ষণ-নির্যাতন ও যৌনদাসী করে রাখার অভিযোগে ভ্লাদিমির চেস্কিদভ (৫১) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রুশ পুলিশ। চেস্কিদভের বিরুদ্ধে অপর এক নারীকে খুনের অভিযোগও রয়েছে।
একাতেরিনা নামের যে নারীকে চেস্কিদভ টানা ১৪ বছর ধরে বন্দি রেখে ধর্ষণ-নির্যাতন করেছেন, তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। বর্তমানে একাতেরিনার বয়স ৩৩ বছর। ২০০৯ সালে যখন তিনি চেস্কিদভের শিকারে পরিণত হয়েছিলেন, সেসময় তার বয়স ১৯ বছর ছিল বলে পুলিশকে জানিয়েছেন এই নারী।
এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, রাশিয়ার পশ্চিামঞ্চলীয় শহর চেলিয়াবিনস্কের বাসিন্দা চেস্কিদভের সঙ্গে একতারিনার সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালে। ওই সময় তার বয়স ছিল ১৯ বছর।
পুলিশকে একতারিনা বলেন, আলাপ-পরিচয়ের পর একতারিনাকে নিজ বাড়িতে মদ্যপান-নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন চেস্কিদভ। সেই নিমন্ত্রণ গ্রহণ করে একতারিনা তার বাড়িতে উপস্থিত হওয়ার পরপরই তাকে বন্দি করেন চেস্কিদভ।
তারপর গত ১৪ বছর ধরে এই নারীকে নিজের যৌনদাসীর মতো ব্যবহার করেছেন চেস্কিদভ। একতারিনার ভাষ্য অনুযায়ী, গত ১৪ বছরে তিনি ১ হাজারেরও বেশিবার তাকে ধর্ষণ করেছেন চেস্কিদভ। সেই সঙ্গে গলায় ছুরি রেখে তাকে বাড়িঘরের সব কাজ করাতে বাধ্য করতেন এবং সামান্য অজুহাতে নিয়মিত তাকে নির্মমভাবে প্রহার করতেন।
একতারিনা জানান, আরও একজন নারী চেস্কিদভের শিকার হয়েছিলেন। ২০১১ সালে ওই নারীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে তার লাশ নিজ বাড়ির ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে রেখেছিলেন।
গত ১৪ বছরের বন্দিজীবনে একবারও চেস্কিদভের বাড়ির বাইরে যেতে না পারা একতারিনা সম্প্রতি চেস্কির মায়ের সাহায্যে বাড়ি থেকে পলায়ন করতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, একতারিনার অভিযোগের ভিত্তিতে চেস্কিদভের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ যৌন খেলনা (সেক্স টয়), পর্ন ছবির সিডি, ও বাড়ির ভূগর্ভস্থ ঘর থেকে ওই নারীর দেহাবশেষ উদ্দার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, চেস্কিদভ মানসিক ভাবে অসুস্থ এবং সম্প্রতি সেই অসুস্থতার মাত্রা বেড়েছে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় স্থানীয় একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এসএমডব্লিউ